About Us

আদি শিখা কি?

আদি শিখা হল একটি অনলাইন বাংলা প্লাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের লেখা (গল্প/উপন্যাস/প্রবন্ধ) প্রকাশিত হয়। মানুষের মনের বেদনা, প্রেম, ভয় এই সূক্ষ্ম অনুভূতিগুলো লেখক তার লেখার মাধ্যমে প্রকাশ করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে এই সূক্ষ্ম অনুভূতিগুলো পৌঁছে দিয়ে তাদের মনোরঞ্জন করাই আদি শিখার প্রধান কাজ।

আমরা কি ধরনের লেখা প্রকাশ করি?

আদি শিখা একটি বাংলা ওয়েব পোর্টাল। এখানে আপনি বিনামূল্যে যে বিষয়গুলোর উপর গল্প, উপন্যাস, প্রবন্ধ পড়তে পারবেন সেগুলি হল:

আদি শিখার লেখক কে?

আদি শিখার লেখক হলেন অমিত মন্ডল (Amit Mandal)।

লেখক সম্পর্কে

Amit Mandal creator of Adi Sikha আদি শিখা
Amit Mandal

নমস্কার পাঠকবৃন্দ,

আমি অমিত মন্ডল একজন লেখক। আমার গল্প পড়তে ও লিখতে খুব ভালো লাগে। আমি বিভিন্ন বিষয়ে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখি। আমার লেখা গুলো সকলের কাছে পৌঁছে দেওয়া এবং তা পড়ার সুযোগ করে দেওয়ার জন্যই এই আদি শিখার সৃষ্টি করা হয়েছে।

.

আমি কি আদি শিখাতে আমার লেখা প্রকাশ করতে পারব?

হ্যাঁ, আপনি আদি শিখাতে আপনার লেখা প্রকাশ করতে পারবেন।

আদি শিখাতে আপনি একজন অতিথি লেখক হিসাবে আপনার লেখা (Guest Post) প্রকাশ করতে পারবেন।

এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই লেখাটি পড়ুন:

Submit Guest Post – অতিথি লেখক হিসাবে কিভাবে লেখা পাঠাবেন?

আদি শিখা কিভাবে সৃষ্টি হল?

2015 সালে গণিত এ স্নাতক উত্তীর্ণ হওয়ার পর আমি একটি বেসরকারি কলেজে ভর্তি হই B.Ed. (Bachelor of Education) করার জন্য। সেই কলেজে দেওয়াল পত্রিকা (Wall Magazine)  প্রকাশ করা হয়। পত্রিকায় ছাপানোর জন্য অনেক ভাবনা চিন্তা করে আমি মোটামুটি ধরনের একটি গল্প লিখি এবং জমা দিই। গল্পটির নাম দিই “অস্তিত্ব”, যেটা আদি শিখা পোর্টাল এর ও প্রথম লেখা।

কিন্তু শেষ পর্যন্ত আমার লেখা টি দেওয়াল পত্রিকায় স্থান পায়নি। কারণ দেওয়াল পত্রিকায় সাধারণত কবিতা বা ছোট লেখা প্রকাশ করা হয় এবং আমার লেখাটা ছিল প্রায় ছয় পাতার। এই সামান্য বিষয়টি আমি জানতাম না। এখনও মাঝে মাঝে ভাবলে মনে হয় তখন কত বোকাই না ছিলাম আমি।

সেই শুরু। এর পর আমি বিভিন্ন ধরনের লেখা লিখতে শুরু করি।

কিন্তু আবার একটা সমস্যা তৈরি হল। সমস্যা এই যে আমি কিভাবে আমার লেখা গুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের পড়ার সুযোগ করে দিব।

অনেক ভাবনা চিন্তা করে একটি অনলাইন পোর্টাল খোলার সিদ্ধান্ত নিই এবং Wednesday,17th July, 2019 তারিখ রাত দেড়টার সময় জন্ম হয় Adi Sikha- আদি শিখার।

সোস্যাল মিডিয়াতে আদি শিখা

Facebook   Twitter    Instagram

If you have any furthur question about us or Adi Sikha feel free to ask or contact us