Home » বাংলা ক্যালেন্ডার » ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০, ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২৩, অমাবস্যা, পূর্ণিমা একাদশী কবে Bhadra Mas Calendar 2023

ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০, ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২৩, অমাবস্যা, পূর্ণিমা একাদশী কবে Bhadra Mas Calendar 2023

আজকের প্রতিবেদনে আমরা দেখব ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২৩, ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০, Bhadra Mas Calendar 2023, ভাদ্র মাসের অমাবস্যা কবে 2023, ভাদ্র মাসের পূর্ণিমা কত তারিখে, ভাদ্র মাসে জন্ম হলে কি হয়।

ভাদ্র মাস হল বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস।

ভাদ্র মাস বিভিন্ন নামে পরিচিত, যেমন – ভাদ্দুর, ভাদুর, বা, ভাদ্দর। ভাদ্র মাস শরৎ কালের আগমন বার্তা নিয়ে আসে।

এই মাসের নামকরণ হয়েছে ‘উত্তর ভাদ্রপদ ও পূর্ব ভাদ্রপদ’ নক্ষত্রের নাম অনুসারে।

ইংরেজি গ্রেগরীয় ক্যালেন্ডার ২০২৩ এ ভাদ্র মাসের শুরু 19th August এবং শেষ 18th September তারিখে।

মাসের নামভাদ্র মাস
নামকরণ‘ভাদ্রপদ’ নক্ষত্রের নাম অনুসারে
বর্ষপঞ্জিবাংলা বর্ষপঞ্জি
মাসের ক্রম
দিনের সংখ্যা৩১/৩২ (ভারত)
৩১ (বাংলাদেশ)
ঋতুশরৎ
গ্রেগরীয় সমতুল্য১৯ আগস্ট – ১৮ সেপ্টেম্বর

ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২৩

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১
ভাদ্র মাসের ক্যালেন্ডার 1430

ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০

ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০ Bhadra mas calendar 2023
ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০ Bhadra mas calendar 2023

ভাদ্র মাসের বৈশিষ্ট্য

  • এই মাসের অন্যতম ফল হল তাল।
  • এই মাসের উৎসব ও পার্বন হল ভাদু। এই পার্বন ভাদু গান গেয়ে ও নাচ করে উদযাপন করা হয়।

ভাদ্র মাসের একাদশী কবে

একাদশীর তারিখএকাদশীর নামএকাদশীর আরম্ভএকাদশীর শেষ
৯ ভাদ্র, রবিবার, ১৪৩০
(26 August, 2023)
পুত্রদা / পবিত্রা
একাদশী
৮ই ভাদ্র,
রাত্রি ৭:০৫ PM
৯ই ভাদ্র,
বিকেল ৫:১৫ PM
২৩ ভাদ্র, রবিবার, ১৪৩০
(9 September, 2023)
অজা
একাদশী
২২শে ভাদ্র,
রাত্রি ৯:২৩ PM
২৩শে ভাদ্র,
রাত্রি ১০:৪৫ PM
ভাদ্র মাসের একাদশীর তালিকা

ভাদ্র মাসের পূর্ণিমা কত তারিখে

পূর্ণিমার নিশিপালনপূর্ণিমার উপবাসপূর্ণিমার আরম্ভপূর্ণিমার শেষ
১২ই ভাদ্র, বুধবার
(29 August, 2023)
১২ই ও ১৩ই ভাদ্র, বুধবার ও বৃহস্পতিবার (29 August and 30 August, 2023)
(শ্রাবনী, রাখী, সৌভাগ্য ও ঝুলন পূর্ণিমা)
১২ই ভাদ্র, বুধবার, রাত্রি ০৩:০৫ am১৩ই ভাদ্র, বৃহস্পতিবার, রাত্রি ১২:৪৬ am
ভাদ্র মাসের পূর্ণিমার তালিকা

ভাদ্র মাসের অমাবস্যা কবে 2023

অমাবস্যার নিশিপালনঅমাবস্যার উপবাসঅমাবস্যার আরম্ভঅমাবস্যার শেষ
২৭ ভাদ্র, বৃহস্পতিবার
(13th September, 2023)
২৭ ভাদ্র, বৃহস্পতিবার২৬ ভাদ্র, বুধবার, শেষরাত্রি ৪:৩২ AM২৮ ভাদ্র,শুক্রবার, দিবা ৬:৩০ AM
ভাদ্র মাসের অমাবস্যার তালিকা
ভাদ্র মাসের ক্যালেন্ডার 2023 Bhadra month calendar 2023
ভাদ্র মাসের ক্যালেন্ডার 2023 Bhadra month calendar 2023

ভাদ্র মাসে জন্ম হলে কি হয়

ভাদ্র মাসের জাতক জাতিকা কোনও অবস্থাতেই মর্যাদাহানিকর কাজ করে না এবং এরা অসুস্থ হলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

অন্যান্য ক্যালেন্ডার দেখুন:

আরও দেখুন: এই বছরের একাদশী তালিকা


আশা করি, আজকের প্রতিবেদন ‘ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২৩, ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০, Bhadra Mas Calendar 2023, ভাদ্র মাসের অমাবস্যা কবে 2023, ভাদ্র মাসের পূর্ণিমা কত তারিখে’ থেকে আপনি কিছু নতুন তথ্য পেয়েছেন।

Leave a Comment