প্রিয় মানুষ, আপনজন, বন্ধু, বান্ধব, প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রীকে পাঠানোর মতো কিছু সেরা ঈদ মোবারক পিকচার শুভেচ্ছা স্ট্যাটাস বার্তা ব্যানার ছবি (Eid Mubarak in Bangla 2023).
‘ঈদ’ শব্দের অর্থ হল ‘উৎসব’। পবিত্র রমজানে ১ মাস রোজা রাখার পর ঈদ উদযাপন করা হয়। তাই বলা হয় ঈদ হল ত্যাগের উৎসব, ঈদ হল একে অপরকে বুকে জড়িয়ে নেওয়ার উৎসব।
ইসলাম ধর্মে প্রতি বছর ২ বার ঈদের উৎসব পালন করা হয় – ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এই দুই উৎসবে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য “ঈদ মোবারক” বলা হয় যার আক্ষরিক অর্থ “আনন্দ উদযাপন কল্যাণময় হোক”।
Note: প্রতিটি ছবির উপরে বামদিকে ↖️ দেওয়া Share button ব্যবহার করে আপনি ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে Share 🚀 করতে পারবেন।
ঈদ মোবারক পিকচার 2023

ঈদের শুভেচ্ছা ‘রাশি রাশি’,
মনটা রাখো ‘হাসি খুশি’,
মিষ্টি খেও ‘বেশি বেশি’,
দাওয়াত দিলাম আমার বাড়ি,
চলে আসবে তারাতাড়ি।
🌸🍁 ঈদ মুবারক। 🌼🍟

শুভ রজনী, শুভ দিন,
দেখো এসেছে ঈদ এর দিন,
এনজয় করো সারাদিন,
ঈদ পাবে প্রতিদিন,
দাওয়াত রইলো ঈদ এর দিন।
🍄🎈 হ্যাপি ঈদ মোবারক। 🍁🎈

ফুলের মত হাসতে থাকো,
ভুলে যাও সব দুঃখ কষ্ট,
ছড়িয়ে দাও ফুলের মহক,
💐🍁 তোমাকে জানাই ঈদ মুবারক। 🌺🌼

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল দুঃখ-কষ্ট,
বন্ধু অগ্রিম ঈদের শুভেচ্ছা নিও।
🍁🏵️ ঈদ মোবারক। 🌺🌸
আরও পড়ুন:
অগ্রিম ঈদের শুভেচ্ছা

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।
সব দুঃখ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, অগ্রিম ঈদের শুভেচ্ছা তোমার জন্য।
🍟🌺 ঈদ মুবারক। 🌺🌼

রাতকে নতুন চাঁদ মোবারক,
চাঁদকে তার চাঁদনী মোবারক,
আশমানকে মোবারক তাঁরা,
তোমাকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।
🍟🥗 ঈদ মোবারক। 🍭🍁

দেখো ঈদের উৎসব এসেছে,
সাথে অনেক সুখ এনেছে,
পৃথিবীকে সুগন্ধিত করেছে,
দেখো আবার ঈদ এসেছে।
🍄🌼 সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।🍂🍄

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়, কার্ড দিয়ে নয়, Call দিয়ে নয়,
মনের গহীন থেকে মিষ্টি ভালোবাসা দিয়ে, জানাই তোমাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
🪔🍄 ঈদ মোবারক। 🍄🍁
আরও পড়ুন:
ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস বার্তা

চাঁদ উঠেছে আকাশে দেখো,
চাঁদনী রাতের মাধুর্য নিয়ো,
সবাই বাড়ি ফিরছে দেখো,
ঈদের আনন্দে হাসতে থাকো।
🎉🎈 ঈদ মোবারক। 🎉🎈

Hi SMS ! যার কাছে যাবে, যাকে পাবে, তাকেই আমার সালাম দিবে।
লাল গুলাপ এর ভালোবাসা দিয়ে, Eid Mubarak জানিয়ে দিবে..
আর মিষ্টি করে বলবে, 🌺🌼 অগ্রিম ঈদের শুভেচ্ছা বন্ধু।🍟🌺

প্রদীপে যদি আলো না থাকত,
একাকী হৃদয় এত বাধ্য না হতো,
তোমাকে ঈদ মোবারক জানাতে আসতাম,
যদি না এত দূরে থাকতাম।
🏵️🌸 ঈদ মুবারক। 🌸🏵️

দোয়া করি আমি কতো,
উজ্জ্বল হও চাদের মতো।
প্রদীপ জলুক ঝকমকিয়ে,
মনে রেখেছি আমি তোমাকে।
🌺🌼 ঈদ মোবারক। 🍟🌺
আরও পড়ুন: সুপ্রভাত শুভেচ্ছা বার্তা ও ছবি
Eid Mubarak in Bangla 2023

না কথা দিয়ে, না মস্তিষ্ক থেকে,
না দৃষ্টি দিয়ে, না উপহার দিয়ে,
🍁🌾তোমাকে Eid Mubarak জানাই Direct মন থেকে।🎉🍁

তোমার রমজান, চাঁদ আলোকিত করুক,
তোমার রোজা দোয়ায় পূর্ণ হোক,
তোমার প্রতিটি রোজা কবুল হোক।
আল্লার কাছে এই আমার দোয়া।
🍁🏵️ ঈদ মোবারক। 🌺🌸

এই ঈদে সময় করে কোরআন পড়ো,
পৃথিবী সুন্দর হয়ে উঠবে,
তুমি অপরিচিতদের প্রিয় উঠবে।
🍟🥗 ঈদ মোবারক। 🍭🍁

ইচ্ছেগুলো আকাশ ছুঁলো, ভাসলো মেঘের সারি,
খুশির ঝড়ে তেপান্তরে হৃদয় দিলো পাড়ি।
মনের মাঝে সেতার বাজে, খুশিতে মন সাজে।
ঈদের দিন হোক রঙীন, এই কামনাতে।
🍁🌼 পবিত্র ঈদের শুভেচ্ছা।। 🍂🍄
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত উক্তি
ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন

তোমার নাম আলোকিত হোক,
তোমাকে জানাই ঈদ মোবারক,
যাকেই তুমি দেখো আজকে,
🌾🍁 ঈদ মুবারক জানাও তাকে।🍁🌾

ঈদ অনেক আনন্দ বয়ে আসুক,
মনের সব দুঃখ দূর করুক,
ঈদ আল্লাহর এক অনন্য তাবারক,
🍁🏵️ তাই বলো ঈদ মোবারক। 🌺🌸

এই পবিত্র ঈদে,
আল্লাহর অপরিসীম আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হোক,
তোমার জীবন সুখ, আনন্দে পরিপূর্ণ হোক।
অগ্রিম ঈদের শুভেচ্ছা নিও।
💐🍁 ঈদ মুবারক। 🌺🌼

সুখ, শান্তি আর প্রেমে লেপ্টে,
ঈদের এই দিনে সুখ বটে,
জীবন ভরে উঠুক প্রেমে,
🍁🏵️ ঈদ মোবারক জানাই তোমাকে।🌺🌸

গরিব, বড়লোক ভেদাভেদ না থাকুক,
একজন আরেকজনকে ভাই বলে ডাকুক,
সব চিন্তা দূর করে,
🌺🌼শুরু করো ঈদ মোবারক বলে।🍟🌺
আরো পড়ুন: গৌতম বুদ্ধের ১৪০ টি উক্তি
ঈদের ছন্দ

ইদের হাওয়া লাগুক প্ৰানে,
মন ভরে যাক নতুন গানে,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ইদে হোক সব কিছু পাওয়া।
🍄🌼 ঈদ মোবারক। 🍂🍄

নতুন সকাল নতুন দিন,
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাঁকা চাঁদ,
রঙ্গিন হোক ঈদের রাত।
🌸🍁 ঈদ মুবারক। 🌼🍟

কাল খুশির ঈদ,
তাই চোখে নাই নিঁদ,
আজ আমি বড় একা,
কাল তোমার পাবোতো দেখা?
🍟🥗 ঈদ মোবারক। 🍭🍁

আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
🪔🍄SMS দিয়ে ঈদ মোবারক জানাও।🍄🍁

তোমার সকল আশা পুরন হোক,
ভাগ্য অনেক উজ্জ্বল হোক,
প্রতিটি দোয়া কবুল হোক।
🌾🍁 ঈদ মুবারক। 🍁🌾
আরও পড়ুন:
ঈদ মোবারক ছবি ব্যানার কার্ড

এবারের ঈদ হোক মানবের তরে,
দুঃখীদের কাছে নেই আপন করে,
সচেতন থাকি সব নিজ নিজ ঘরে,
ঈদের আবেশ হোক আপন নীড়ে।
🌺🌼Eid Mubarak 2023🌼🌺

ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে,
কবুল কর আমার দাওয়াত, না আসলে পাবো আঘাত,
তখন কিন্তু দেবো আড়ি, যাবো না আর তোমার বাড়ি।
🌺🌼 ঈদ মোবারক। 🍟🌺

ঈদটা যেন হয় ঈদের মতো, সব দুঃখ হোক দূর,
ভুবন জুড়ে ছড়িয়ে পড়ুক, আনন্দ আর সুখ,
মনে ভরা থাক খুশি, সবার মুখে ফুটুক হাসি।
🎁🎉 ঈদ মুবারক। 🎉🎁

চাঁদের মতো উজ্জ্বল হোক রমজান তোমার,
দোয়ায় পূর্ণ হোক রোজা তোমার,
প্রতিটি নামাজ কবুল হোক তোমার,
আল্লাহর কাছে এই দোয়া আমার।
🏵️🎄 Eid Mubarak 🍓🌸
আরও পড়ুন: বাংলা মোটিভেশনাল উক্তি
Eid Mubarak Caption in Bangla 2023

ঈদ এসেছে হৃদয়ে ভালোবাসা জাগাতে,
দেখো ঈদ এসেছে তোমাকে হাসাতে,
ঈদ এসেছে সবাইকে আনন্দ দিতে,
ঈদ এসেছে নতুন আশা জাগাতে।
🌺🌼 Happy Eid Mubarak 🍓🌸

তোমার প্রতিটি মুহূর্ত সুখে ভরে উঠুক,
প্রতিটি দিন যেন ঈদের আনন্দে কাটুক।
🍁🌾 Eid Mubarak 🎉🍁

তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুখের হোক,
তোমার জীবনের প্রতিটি দিনে ঈদ হোক।
🍄🌼 ঈদ মোবারক। 🍂🍄

এক সেই চাঁদ যাকে সবাই দেখে,
এক চাঁদ তুমি যাকে দেখলে আমার ঈদ।
🌺🌼 ঈদ মোবারক প্রিয়।🍟🌺
আরও পড়ুন: ১৫ টি অনুপ্রেরণামূলক গল্প
ঈদের শুভেচ্ছা কার্ড ব্যানার

দেখো চাঁদ এসেছে আকাশে,
সুখের আমেজ ছড়িয়েছে হৃদয়ে,
দেখো ঈদ এসেছে অনেক দিন পরে।
🪔🍄 ঈদ মোবারক।।🍄🍁

এই ঈদে,
আল্লাহ তোমার জন্য,
খুশির সব দরজা খুলে দিক,
সব স্বপ্ন পূরণ হোক।
🍁🏵️ ঈদ মোবারক।।🌺🌸

পবিত্র এই ঈদের মুহূর্ত,
দূর করুক সব দূরত্ব।
🌸🍁 ঈদ মুবারক।।🌼🍟

আল্লাহ তাঁর দ্বারা সৃষ্ট প্রতিটি মানুষের প্রতি সমান করুণা করেন,
না কারো উপর বেশি, না কারো উপর কম।
🎊🌸 ঈদ মুবারক। 🌸🎊
আরও পড়ুন: নতুন বছরের শুভেচ্ছা বার্তা ও ছবি
ঈদ মোবারক স্ট্যাটাস

সাগরকে তার তীর মোবারক,
চাঁদকে চাঁদনী মোবারক,
ফুলকে তার সুগন্ধ মোবারক,
🍁🏵️তোমাকে ঈদ মোবারক।🌺🌸

খুশির মুহুর্ত কম না হোক,
প্রতিটি দিন তোমার ঈদ হোক,
এমন ঈদের দিন তোমার নসীব হোক।
💐🍁 ঈদ মুবারক।।🌺🌼

এই উপহারে তোমার নাম,
তোমাকে জানাই ঈদের সালাম।
🍄🌼 ঈদ মোবারক।।🍂🍄

আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক,
তোমার ঘরে সুখের নদী বয়ে যাক।
🍄🌼 ঈদ মোবারক।।🍂🍄
আরও পড়ুন: কাজী নজরুল ইসলামের জীবনী
ঈদের শুভেচ্ছা ব্যানার পোস্টার

দোয়া করছি সবার জন্য,
এই সংবাদ তোমার জন্য,
অপেক্ষা করছি আশা নিয়ে,
এবার ঈদ তোমার সাথে।
🎊🌸 ঈদ মুবারক। 🌸🎊

পীর তুমি, ফকির তুমি,
আল্লাহর নেক বান্দা তুমি,
তাই সবার প্রিয় তুমি।
🍟🥗 ঈদ মোবারক। 🍭🍁

দোয়া করি আল্লাহ কে,
মনে রেখো আমাকে,
🍁🏵️ ঈদ মোবারক তোমাকে।🌺🌸

ঈদের এই প্রবিত্র মুহূর্তে,
আল্লাহ তোমার খুশি মঞ্জুর করুক,
তোমার ইবাদত কবুল করুক,
🏵️🌸তোমাকে জানাই ঈদ মুবারক।🌸🏵️
আরও পড়ুন: শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ও ছবি
Eid Mubarak Status in Bangla 2023

এই ঈদ তোমার ও তোমার পরিবারের জন্য বয়ে নিয়ে আসুক অনেক আনন্দ, সুখ ও সমৃদ্ধি।
🎉🎈 ঈদ মোবারক। 🎉🎈

দোয়া করি,
কিছু টক, কিছু ঝাল, কিছু মিষ্টি মুহূর্তে,
কাটাও ঈদের এই দিনটি।
🌺🌼 ঈদ মোবারক। 🍟🌺

হোক না ঈদের অজুহাতে,
আল্লাহ চাঁদকে দৃশ্যমান করেছেন।
🪔🍄 ঈদ মোবারক। 🍄🍁

এই ঈদে তোমার সব দোয়া কবুল হোক। 🍟🌺ঈদ মোবারক।।🌺🌼
আরও পড়ুন: বিভিন্ন উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা ও ছবি
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
আনন্দ উদযাপন কল্যাণময় হোক।
২১শে এপ্রিল ২০২৩, শুক্রবার সন্ধ্যা – ২২শে এপ্রিল ২০২৩, শনিবার সন্ধ্যা
আরও পড়ুন: ১০১ টি প্রেমের উক্তি
আশা করি, আপনার পছন্দের ঈদ মোবারক পিকচার, শুভেচ্ছা স্ট্যাটাস, বার্তা, ব্যানার, ছবি (Eid Mubarak in Bangla) টি আপনি আপনার প্রিয় মানুষকে শেয়ার করে দিয়েছেন।
খুবই সুন্দর লাগেছে ঈদ মোবারক