Home » Quotes » ১০০০+ বাংলা শায়েরী Bangla Shayari Love Romantic, Attitude, Sad Bengali Shayari প্রেমের সাইরি

১০০০+ বাংলা শায়েরী Bangla Shayari Love Romantic, Attitude, Sad Bengali Shayari প্রেমের সাইরি

আমাদের মনের গভীর ও সুক্ষ অনুভূতি গুলোকে খুব সহজে প্রিয় মানুষ, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করার সব থেকে সহজ উপায় হলো Bangla Shayari (বাংলা শায়েরি)। কারণ Bengali Shayari র মাধ্যমে কবিতার ছলে মনের কথাগুলো প্রিয় মানুষের সামনে উপস্থাপন করলে তার প্রভাব হয় দীর্ঘস্থায়ী ও সুদূর প্রসারী।

তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা ১০০০ টি সেরা বাংলা সাইরি (Best Shayari in Bengali)। আপনি এই বাংলা শায়েরী গুলো Copy Paste করে খুব সহজেই Facebook ও Whatsapp এর মাধ্যমে সবাইকে পাঠাতে পারবেন।

Note: প্রতিটি ছবির উপরে বামদিকে ↖️ দেওয়া Share button ব্যবহার করে আপনি ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে Share 🚀 করতে পারবেন।

বাংলা শায়েরী SMS

‘হাজারো ভিড়ের মাঝে,
মন আমার একজনকেই খুঁজে।’

বাংলা শায়েরী SMS
বাংলা শায়েরী SMS

‘ভুল তবু মেনে নিতে হয়,
হেরে যেতে হয় ভালোবেসে,
সব কি আর কেঁদে পাওয়া যায়,
কিছু ছেড়ে দিতে হয় হেঁসে হেঁসে।’

বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে।

‘অন্ধ ভালোবাসার গন্ধ বেশি,
নকল ভালোবাসার সুবাস বেশি,
সত্য প্রেমে রাগারাগি,
নকল প্রেমে হাসাহাসি,
বুঝবে যেদিন খুঁজবে তাকে,
অবহেলায় হারালে যাকে।’

মানুষ প্রতিনিয়তই অভিনয় করে যাচ্ছে, হয় অনলাইনে, না হয় অফলাইনে।

দুঃখের খুব কষ্টের সাইরি বাংলা ফটো
দুঃখের খুব কষ্টের সাইরি বাংলা ফটো

পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে।

‘যে ভিতরে মারা যায়,
সে অন্যদের বাঁচতে শেখায়।’

টাকা থাকলে তোমায় সবাই চিনবে, আর টাকা না থাকলে তুমি সবাই কে চিনবে। এটাই বাস্তব।

‘যাকে তুমি পাবে না,
তাকে নিয়ে তুমি ভেবো না।’

Bangla Shayari Attitude Photo Copy Paste
Bangla Shayari Attitude Photo Copy Paste

কেউ বাঁশ দিলে, সেটা দিয়ে মই বানিয়ে উপরে ওঠার চেষ্টা করুন, জীবনে উন্নতি হবে।

Sad Shayari Bengali Text

দূরত্ব বাড়লে ভালোবাসা কমে না, ভালোবাসা কমলে দূরত্ব বাড়ে।

Sad Shayari Bengali Text Copy
Sad Shayari Bengali Text Copy

তুমি দেখনি, বুঝনিও আজও কেঁদেছিল এই মন, অশ্রু সিক্ত হয়ে ঝাপসা হয়েছিল আমার এ দুনয়ন।

কেউ যদি তোমাকে অকারনে বার বার ব্যাস্ততা দেখায়, তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায়।

সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আনন্দটা আর আগের মতো নেই।

ভালোবাসা বড়ই অদ্ভুত। যতটা হাসায়, তার থেকে বেশী কাঁদায়।

ভালোবাসা হয়ে যায় খুব সহজেই, আর মায়া কাটানো যায় না সারা জীবনেও।

পারিনি কাউকে ঠকাতে, ঠকেছি নিজে। তাই তো অনেকেই আবারো খুঁজে।

ভালোবাসি বলে বিশ্বাস রাখি, তুই আবার ফিরে আসবি আমার মাঝে।

রাত যত গভীর হয়, ঘুমিয়ে পড়ে শহর, শুধু জেগে থাকে একলা মন কারো অপেক্ষায় গুনে প্রহর।

যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো স্মৃতিতে নয়তো অপেক্ষায়।

চোখের কান্না সবাই দেখে, কিন্তু মনের কান্না কেউ দেখে না।

ভালোবাসা অপরাধ না, ভালোবেসে কষ্ট দেওয়াটাই অপরাধ।

সময় মানুষকে নতুন করে বাঁচতে শিখালেও, সব কিছু ভুলতে শেখায় না, আর সব কিছু ভুলে যাওয়াটাও এতো সহজ না।

বাস্তবতা হল – যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে।

সভ্যতার আনাচে কানাচে ভালো থাকা ক্রমশ দীন, কর্মফলের আলগা বাঁধনে মাপছি আজ মৃত্যু ঋণ।

তিনি গজল লেখেন, আমি শুনি। তিনি সবার জন্য লেখেন, নির্বোধ আমি নিজের জন্য ভাবি।

Bangla Shayari Photo

অবহেলা শেষ হলে ডাক দিও, আমি আবারও ভালোবাসবো।

Bangla Shayari Photo Love Story
Bangla Shayari Photo Love Story

কাঁদিস না রে মন, বড় কঠিন এ জীবন।

জীবনটা বড়ই অদ্ভুত, যত বেশি সুখের আশা করবে, তত বেশি কষ্ট পাবে।

ভুলটা কোথায় ছিলো, অতি ভালোবাসায়, নাকি অতি বিশ্বাসে।

কারোর সাথে সত্যি কারের সম্পর্কে জড়ালে, নিজের ভালো থাকাটা তার ওপর নির্ভর করে।

অপমান করতে যোগ্যতা লাগেনা, তবে সম্মান করতে শিক্ষা লাগে।

তার শহরে এখন হাজার রকমের মেলা, আমার শহরে কালো মেঘের বিষন্নতার ছায়া।

‘কাঁদবেন, কিন্তু কাঁদাবেন না;
ঠকবেন, কিন্তু ঠকাবেন না;
ভালোবাসবেন, কিন্তু দেখাবেন না।’

জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসেনা, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেবার জন্য।

সব সময় হাসি খুশি থাকা মানুষদের একটাই বড় সমস্যা, এদের মন খারাপ কেউ বুঝতে চায়না।

বাংলা শায়েরী 4 লাইনে

জীবনটা তখনই সুখের ছিলো, যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারনে। (ছেলেবেলা)

বাংলা শায়েরী 4 লাইনে Attitude
বাংলা শায়েরী 4 লাইনে Attitude

‘ভালোবাসার মানুষকে শাসন করুন,
তবে অপমান করে না।
কারণ শাসনে ভালোবাসা থাকে,
কিন্তু অপমানে থাকে না।’

চোখের দিকে তাকিয়ে যদি নাই বুঝলে মনের ভাষা, ওহে প্রেমিক! ব্যর্থ তুমি, ব্যর্থ তোমার ভালোবাসা।

‘সুখ গুলো একে একে
ঢেউয়ের যতো যায় সরে,
স্মৃতি গুলো পড়ে থাকে
নিথর বালুচরে।’

চাইলেই কি ভুলা যায় ভালবাসি যারে, ভুলতে চাইলে আরো বেশি মনে পরে তারে। যার জন্য ভালবাসা এই মনেতে জাগে, তারে কি ভুলা যায় মরনের আগে?

‘ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে,
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
হাত সাজাবো মেহেদি দিয়ে, আর
তোমায় সাজাবো ভালোবাসা দিয়ে।’

স্বপ্নের শিকরে তুমি আছ দাড়িয়ে, ভালবাসার আদরে ফুল ফুটেছে পাথরে, হৃদয়ের সংসদে তুমি পাবে সিংহাসন, সেই আসনে বসিয়ে ভালবাসবো সারাজীবন।

‘লিখতে চেয়েছিলাম তোমাকে ছাড়া
অনেক সুখী আমি, কিন্তু হায়,
অভিশপ্ত অশ্রু বয়ে গেল
কলমের আগে।’

তোমার সব কিছু পছন্দ করব, তুমি যা বলবে সবই মেনে নেব, শুধু একবার বলো তুমি আমার, সারাজীবন তোমার জন্য অপেক্ষা করব।

‘দুঃখে সুখের কারণ হয় ভালোবাসা,
বেদনায় স্মৃতির কারণ হয় ভালোবাসা,
যখন পৃথিবীতে কিছুই ভালো লাগে না,
তখন বেঁচে থাকার কারণ হয় ভালোবাসা।’

True Love Shayari Bangla

পরিণত প্রেম একে অন্যকে গোলাপ দেয়না রোজ, প্রতি মুহূর্তে সম্মান দেয়, রাখে মন খারাপের খোঁজ।

True Love Shayari Bangla Romantic Photo
True Love Shayari Bangla Romantic Photo

১ বছরে ১০ জনকে ভালোবাসা কঠিন কোনো ব্যাপার না, কঠিন হলো ১০ বছর ধরে ১ জন কে ভালোবাসা ,যা সবাই পারে না।

টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করেনা, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না।

কাউকে হারানোর ভয়টা তারাই সবথেকে বেশি পায়, যারা সত্যি সত্যিই কাউকে মন দিয়ে ভালোবেসে যায়।

‘শুধু ভালোবাসি বললেই
প্রেমিক হওয়া যায় না,
প্রেমিক হতে গেলে
আগলে রাখতে হয়,
খারাপ সময়ে পাশে থাকতে হয়।’

অন্তর কাঁদে রাত দুপুরে, হাসিটা তো লোক দেখানো। ওপরে রঙিন পোশাকের আড়ালে, মৃত হৃদয় বয়ে বেড়ানো।

দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়।

সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন।

তুমি আমার নেশা না যে একটু পরেই কেটে যাবে, তুমি আমার ভালোবাসা যা মৃত্যুর আগে পর্যন্ত থেকে যাবে।

মানুষের ভালোবাসাটা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মত নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়।

Bengali Shayari Attitude

যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন কিছু করে দেখায়।

Bengali Shayari Attitude Copy Paste Photo download
Bengali Shayari Attitude Copy Paste Photo download

কষ্টটা কাউকে বুঝতে দিইনা, তাই সবাই ভাবে আমার কষ্ট হয়না।

সফলতার গল্পটা তারাই লিখে, যারা বার বার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে।

আমি ভালোবেসে ছিলাম তাই ঠকিনি, ঠকেছে সে যে ভালোবাসা বোঝেনি।

জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে।

মানুষকে যত দাম দেবে, তারা তোমাকে তত সস্তা ভাববে।

কারো Extra Attitude সহ্য করি না, আর কাউকে Impress করারও চেষ্টা করিনা।

যুগটাই এমন, আপনি যত নরম হবেন, মানুষ ততো গরম দেখাবে।

উচিৎ কথা বোললেই মুখটা কালো, তেল মারতে পারলেই মনটা ভালো।

এলার্ম নয়, দ্বায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়।

প্রেমের শায়েরী

জড়িয়ে ধরে বলতে চাই, আমি শুধু তোকেই চাই।

রোমান্টিক প্রেমের শায়েরী কবিতা Premer Shayari Kobita Bengali
রোমান্টিক প্রেমের শায়েরী কবিতা Premer Shayari Kobita Bengali

তুমি রাজি থাকলে প্রেম করবো, তুমি রাগ করলে কিস করবো, তুমি দূরে থাকলে মিস করবো, তুমি পাশে থাকলে আদর করবো, আর তুমি ভুলে গেলে অনেক কষ্ট পাবো।

‘তুমি যদি না বুঝো…বুঝবে আমায় কে?
তুমি যদি পর ভাব…আপন ভাববে কে?
তুমি যদি কষ্ট দাও…সুখ দিবে কে?
তুমি যদি ভুলে যাও…মনে রাখবে কে?’

ভালোবাসায় একজন নিজের সময় মতো Message করে, অন্যজন বোকার মতো Message এর অপেক্ষা করে।

কেন যে তোর মনের মত হতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।

প্রেমে পড়লে প্রথম প্রথম সবাই যত্ন রাখে, আসল প্রেমিক সেই যে শেষ জীবনেও সঙ্গে থাকে।

‘মন তাকেই চাই,
যাকে বোঝানো বড্ড দায়।’

বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে, কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে।

‘ভালোবাসা সেখানে বিদ্যমান,
যেখানে থাকবে রাগারাগি,
দুষ্টুমি আর অভিমান।’

ভাবছে প্রেম করবো, কেউ রাজি থাকলে বলো।

Romantic Shayari Bengali

মদ খেলে চোখ লাল, প্রেম করলে মন লাল, কিস করলে ঠোঁট লাল।

Romantic Shayari Bengali text image download free
Romantic Shayari Bengali text image download free

তোর ভালবাসা আমাকে ঈশ্বরের কাছে নিয়ে গেল, তোকে পাওয়ার জেদ আমার প্রার্থনা বাড়িয়ে দিল।

শায়েরী তিনি লিখতেন, আমি তো কবিতার অনুরাগী ছিলাম। তিনি নিজেকে শিল্পী বলতেন, আমি তো তার শিল্পের অনুরাগী ছিলাম।

তোমার ঠোঁটে লেগে আছে এক মিষ্টি অনুভূতি… তাই মন চাই বার বার ছুটে যায় আর Kiss করি। .Love You Jaan.

ফুল যদি পারে ভালোবাসা শিখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে, তুমি কি পারবে না? শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে।

জানি না কেন তোমায় এত ভালো লাগে, জানি না তোমায় কেন এত মনে পরে, জানি না কেন তোমায় এত মিস করি, হয়ত তোমাকে খুব ভালোবাসি।

মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?

‘একটি বাগান একটি ফুল,
একটি ফুলের তোড়া,
তাহার মাঝে থাকবে তুমি,
পাঁপড়ি দিয়ে মোড়া,
কোনোদিনও পাঁপড়ি ছিড়ে,
করবো না যে ভুল,
কারন তুমি আমার কাছে,
লাল গোলাপ 🌹 ফুল।’

তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে, আমার আছ তুমি, তুমি ছাড়া আমার জীবন ধুধু মরুভুমি।

‘কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি,
সুন্দর তোমার মন, ভলোবেসে হারা ২জন,
মায়াবি তোমার আখি, দিওনা আমায় ফাঁকি,
সুন্দর তোমার হাসি, আমি তোমাকে ভালবাসি।’

Koster Bangla Shayari

চোখের জল গুলো শব্দ করতে পারেনা, তাইতো এ মনে জমানো কথা গুলো কেউ বোঝেনা।

Khub Koster Bangla Shayari photo download
Khub Koster Bangla Shayari photo download

নিজের থেকে কাউকে আপন কোরতে যেওনা, এক সময় হয়ত তার অবহেলা সহ্য করতে পারবেনা।

‘খুঁজছিলাম আমি, সে ঘুরে বেড়াচ্ছিল,
হৃদয় আমার কম্পিত হচ্ছিল।
ভালোবাসার সম্পর্কটাও অদ্ভুত,
অশ্রু আমার, সে কাঁদছিলো।।’

নীরবে থাকে সে প্রায়শই, কোনো কথা বলে না, দিন রাত কাটে তার অস্থিরতায়, শান্তিতে আমিও থাকি না।

‘প্রিয় মানুষটিকে কখনো বোঝাতে পারিনি,
তাকে কতটা ভালবাসি আমি,
কিন্তু সে এটা বুঝেছে কতটা খারাপ আমি।’

মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি, আমি কি ভালো আছি, নাকি ভালো থাকার অভিনয় করছি।

‘যার মনে মায়া যত বেশি,
তার জীবনে কষ্টটাও তত বেশি।’

আঘাত শুধু কষ্টই দেয়না, মানুষকেও বদলে দেয়।

‘যে যতো বেশি আশা করবে,
সে ততো বেশি কষ্ট পাবে।
এটাই প্রকৃতির নিয়ম।’

বুঝলে প্রিয় চোখে জল তখনই আসে, যখন মুখের কথা বুকে এসে আঘাত করে।

Breakup Shayari Bangla

তোমায় ছাড়া এলাকা জনশূন্য থাকে, তোমার থেকে বিচ্ছেদের পর প্রতিটা রাস্তা নির্জন থাকে, তোমাকে সে সবার চেয়ে বেশি ভালোবাসে, যা তোমার কাছে প্রায়ই অজানা থাকে।

তোমার ভাবনায় নিজেকে লুকিয়ে দেখেছি, দেখেছি হৃদয় ও চোখে অশ্রু। তুমি না থাকলে কিছুই নেই শপথ করে বলছি, কিছুক্ষণের জন্য তোমাকে ভুলেও দেখেছি।

পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ ছিল না, কিন্তু তোমার শহরে এতো ভিড় ছিল যে আমার জায়গা হলো না।

আমার মনের কথাগুলো আমি স্ট্যাটাসে দিই, কারণ মেসেজ করার অধিকার আজ আমার নেই।

যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা খুবই কষ্টের হয়।

আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায়, সেখানে সম্পর্কের মৃত্যু হয়।

সব ব্যাথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যাথা হৃদয়ে এসে আঘাত করে।

চোখে জল তখনই আসে, যখন মুখের কথা বুকে এসে লাগে।

কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, কেউ বদলে গেলে তার চেয়ে বেশি কষ্ট হয়।

রিপ্লাই কিস্তিতে আসা শুরু করলে, বুঝে নিবেন আপনার বাবু অন্য জায়গা থেকে লোন নিচ্ছে।

হিন্দি শায়েরী বাংলায় লেখা

গোলাপ যায় শুকিয়ে, দিন যায় ফুরিয়ে, পাখিরা যায় উরিয়ে, চাঁদ যায় লুকিয়ে, কথা দিলাম বন্ধু তোমায় যাবোনা আমি হারিয়ে, যদি রাখ তোমার হৃদয়ে, থাকবো আমি তোমার হয়ে।

‘জলের নীচে মাটি,
মাটির নীচে কাদা,
আমি তোমার কৃষ্ণ,
ওগো তুমি আমার রাধা।’

ভালোবাসা যদি হয় দামি, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি। ভালোবাসা যদি হয় জীবনের নাম, তবে কেন অকালে ঝড়ে যায় হাজারো মানুষের প্রান।

জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজ অজানা পথে এসে দাড়িয়েছি।

মেনে নিচ্ছি তোমাকে DP, Status বা Story তে রাখি না, কিন্তু প্রিয়, বিশ্বাস করো, তোমাকে যেখানেই রেখেছি, নিরাপদে রেখেছি।

তোমার উপন্যাসের শেষ অধ্যায় হবো, রাখবো হাতে হাত। সূচনায় তো অনেকের নাম থাকে, উপসংহারে না হয় আমারটা স্থান পাক।

জীবন এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই।

ভালো যদি বাসোই তাকে, ডানা মেলে উড়তে দাও…, অনেক রাতের আকাশ ছুঁয়ে তোমার কাছে ফিরতে দাও। হতেই পারে ফিরলোনা আর পথ ভোলা সেই অচিন পাখি… জানবে, তোমার দোষ ছিল না, তার ভালোবাসাতেই ছিল ফাঁকি।

‘ফুরিয়ে এল আয়ুরেখা,
কাল কেউটের বিষে।
সিঁদুর দানে উঠল যে থান,
সীমান্ত অরি শেষে।’

স্বপ্ন কালো মেঘে ঢাকা, তবু থামেনা সময়ের চাকা। রাত্রি কি দিন বোঝা মুশকিল, কালো ছায়াটি যেন হাসছে খিল খিল।

Friendship Shayari Bangla

সময় আর বন্ধুত্ব আমরা ঠিকই পেয়ে যায়, কিন্তু তাদের মূল্য তখনই বোঝা যায়, যখন তারা আমাদের থেকে দূরে চলে যায়।

ঈশ্বর একটাই বন্ধু দাও, সে যেন আমার থেকে আমার নিরবতা বেশি বোঝে। 

জীবনে চলার পথে কোনো সুন্দরী পাশে না থাকুক, তবে একজন হারামি বন্ধু অবশ্যই থাকা প্রয়োজন।

সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, এটা প্রাকৃতিক ঘটনা। প্রিয় বন্ধু, শুধু তুমি কখনো বদলিও না।

অবশ্যই বন্ধুদের মধ্যে দূরত্ব থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের মাঝে কখনো দূরত্ব তৈরি কোরো না।

বন্ধু হাস্যকর হতে হবে, কাঁদায় তো জীবনও।

সম্পর্কের নামগুলোও অদ্ভুত, সম্পর্কের নামটাই শুধু বন্ধুত্ব, কিন্তু আপন পরিবারের থেকেও বেশি।

সব সময় জানু বলে ডাকা গার্লফ্রেন্ড থাক বা না থাক, কিন্ত জান দেওয়ার একজন বন্ধু অবশ্যই প্রয়োজন।

প্রেমে সেই পাগলামি কোথায়, যা থাকে বন্ধুদের বন্ধুত্বে।

একজন ভালো বন্ধু, অত্যন্ত খারাপ সময়কেও ভালো করে তোলে।

Funny Shayari Bengali

নামে কি আসে যায়, যার নাম বর্ষা সেও জীবনে আগুন লাগিয়ে চলে যায়।

না আছে Babu, না আছে Sona, তার পরেও রাত ১২টা না বাজলে ঘুম আসে না।

ওসব বোরোলিন লাগিয়ে ও কিচ্ছু হবে না, যতদিন না চুমু খাবে ঠোঁট ফেটেই যাবে।

শীত কালেও বৃষ্টি আসে, অথচ তুমি আমার কাছে আসোনা।

যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও, সে পেয়ে গেছে তোমার বিকল্প।

তুলসীপাতা ভেবে তুমি দেবে যাকে মন, কচুপাতা বানিয়ে দেবে তোমার এ জীবন।

চলো আজ আবার হাসা যাক, দেশলাই ছাড়ায় কিছু লোককে জ্বালানো যাক।

প্রেম পিরিতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট  করবেন না, প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন।

আপনি কি জানেন, ছেলেদের ঠোঁট ফেটে যাচ্ছে, ভিটামিন GF এর অভাবে।

তারপর বলো, প্রথম ভালোবাসা কয়দিন ছিল।

এই মাত্র সিঙ্গেল থেকে ডাবল হলাম, তাও আবার আয়নার সামনে দাঁড়িয়ে।

নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে যাও, আর আমি খেলে তো অজ্ঞান হয়ে যায়।

Best Shayari in Bengali

একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।

মন খুলে হাঁসতে হলে, আগে নিজের যন্ত্রনা গুলোর সাথে খেলতে শিখতে হবে।

‘স্বার্থপর’ মানুষদের কখনোই বোঝাতে পারবে না যে ‘তারা স্বার্থপর’, কিন্তু তারা তোমায় উল্টে প্রমাণ করে ছাড়বে যে ‘তুমি নিজেই স্বার্থপর’।

অর্থ না থাকলে মানুষ ভগবানকে ডাকে, আর মানুষ অতিরিক্ত অর্থ পেয়ে গেলে নিজেকেই ভগবান ভাবতে শুরু করে।

জীবনে একবার হলেও কারোর সাথে তোমার পরিচয় হবে, যে তোমার সবকিছু বদলে দেবে।

তুমি যত মানুষ চিনতে শিখবে, তত একা থাকতে চাইবে। – এটাই বাস্তব।

মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই।

কারো সাজানো জীবনটা এলোমেলো করে দেওয়াটা হল ‘প্রতারনা’, আর কারো এলোমেলো জীবনটাকে সাজিয়ে দেওয়াটাই হল ‘ভালোবাসা’।

মায়ার এই পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ অন্যের সাথে, কেউ নিজের বিবেকের সাথে।

চলে যেতে চাইলে কারন ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙ্গেও থাকা যায়।

পুতুল নির্বাক হতে পারে কিন্তু তার চরিত্রগুলি পুরো বিশ্ব অনুভব করে।

নিজের সম্পর্কে নিজেকে একটু বলো, নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে শুরু করো।

কেউ যদি হিংসা করে কোরতে দাও, মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম।

আমি বদলায়নি, শুধু চুপ থাকতে শিখেছি।

যারা নিজের সাথে কথা বলে, তারাই শায়েরী লেখে।

Facebook Photo Post Shayari Bengali Attitude

চলো ভেঙে দিই সব আড়ি, আজ আছি কাল তো নাও থাকতে পারি।

গল্পটা এমন নয় যে, আমাকে চাওয়ার মানুষ ছিল না। গল্পটা ঠিক এমন যে, আমি যাকে চেয়েছি সে আমায় চাইনি।

আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাইনা ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী।

নিজেকে হারিয়ে বসে আছি তোর পথে, মনকে বোঝাতে পারিনা আজ কোনভাবে।

ভালোবাসি বলবো না আর করবো না আর জোর, ইচ্ছে হলে ফিরে আসিস জায়গাটা শুধু তোর।

ও চাঁদ, তোমার মতো ১টি চাঁদ আমারো আছে। তুমি থাকো বহু দূরে, সে থাকে হৃদয় জুড়ে।

জীবন হলো অলিখিত বোঝাপড়া। মেনে নিলে ভালো, নয়তো জীবন ছন্নছাড়া।

ভাগ্যে লেখা থাকে না যার সাথে মিলন, তাকেই ভাবি সবচেয়ে আপন।

মন বলল তুমি এখনও আমার, ভাগ্য বলল এবার এ ভাবনা ছাড়।

আচ্ছা ধরো যদি আমি তুমি হতাম আর তুমি আমি হতে, তাহলে কি পারতে এত অবহেলা সহ্য করতে।

ব্রেকআপ সাইরি বাংলা

যেদিন দেখবি রাগ করাটাও ছেড়ে দিয়েছি, সেইদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই।

যে রাগ অভিমান বুঝে না, সে ভালোবাসাও বুঝে না।

মাঝে মাঝে কিছু মানুষ প্রমান করে দেয়, তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়।

কাউকে কখনো মিথ্যে স্বপ্ন দেখিও না, পরে হয়ত সত্যিটা সহ্য করতে পারবে না।

বর্তমানের প্রেম কিন্তু দেখতে লাগে বেশ, জানু দিয়ে শুরু আর জানোয়ার দিয়ে শেষ।

রাত হলে সবাই তো চোখ বুজে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত শুধু হারিয়ে যাওয়া স্বপ গুলোকে খোঁজে।

সবচেয়ে কষ্ট তো তখনই হয়, যখন কেউ অনেকটা কাছে এসে, আবার দূরে চলে যায়।

কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মত ভালোবাসে, কারন পাগল কে সবাই দয়া দেখাতে পারে কেউ ভালোবাসতে পারে না।

পৃথিবাতে কারোর আপন হওয়াটা অনেক সহজ, কিন্তু কাউকে আপন করে‌ পাওয়াটা অনেক কঠিন।

চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সাবাই কে কাঁদানো যায়না, মানুষ সবার জন্য কাঁদেনা।

এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবুও ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যা আয়োজন।

না থাকতে চাইলে চলে যাও – এসোনা ফিরে, তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যে কল্পনার ভিড়ে।

ব্যাস্ততা কেবল একটা অজুহাত, কারন যে খোঁজ রাখার, সে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবেনা।

বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা, সবাই দিতে পারে না।

যারা মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে।

ভালোবাসার দুষ্টু মিষ্টি প্রেমের সাইরি

কিছু মূহুর্ত কখনো অতীত হয় না, আর অনুভূতি কখনো চুরি করা যায় না।

যে চলে যায় সে তো বুঝেনা, যাকে ফেলে যায় সেই বুঝে, কষ্ট কাকে বলে।

কাউকে ঘৃনা করার মতো আমার কাছে সময় নেই, হয়তো ভালোবাসবো নয়তো সরে আসবো।

‘কথা না বললে Ego,
কথা বেশি বললে Flirt,
কথা কম বললে Attitude,
শান্তিতে বাঁচতে দিবিনা নাকি।’

দুজন ঠিক থাকলে, ফেসবুক প্রেমও পরিনতি পায়।

কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বোলতে শুধুই নিজের ছায়া।

অভাব সবারই থাকে, কারোর টাকার, কারোর শিক্ষার, কারোর মনুষ্যত্বের, কারোর বা ভালোবাসার।

তুমি নিচু আমি উঁচু – কভু যেনো না হয় এ হিসাব, তুমি মানুষ আমি মানুষ – এই যেনো হয় আমাদের মনোভাব।

যেখানে তুই পূর্ণ অন্য কারোর স্পর্শে, সেখানে আমি শূন্য একাকীত্বের সাথে সংঘর্ষে।

ছোট ছোট বাংলা শায়েরী ভালো ভালো

যত কম প্রকাশ করবে, তত ভালো থাকবে।

চেহেরার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, কিন্তু অন্তরের সৌন্দর্য আচরনে প্রকাশ পায়।

সফল হলে সবাই আসে, আর ব্যর্থতাই শুধু মা বাবা পাশে।

যে পথ দেখায়, তাকেই একদিন সবাই ভুলে যায়।

তাকে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু ঘামতে দেখেছি। তিনি হলেন বাবা।

দূরত্ব – সেটা তো রাস্তার হয়, মনের কখনোই নয়।

হতে পারলাম না কারোর লাইফ লাইন, তাই থাকি না অযথা অনলাইন।

ফ্যামিলি মেনে নেওয়ার যুগ এসে গেছে, অথচ প্রেম টিকে থাকার যুগটাই চলে গেছে।

আজ উপহাস করছো, কাল আফসোস করবে।

মানুষ চিনতে ভুল করলে, দোষের কিছু নেয়। কারন অমানুষ গুলো দেখতে একেবারে মানুষের মতোই হয়।

সবকিছু আছে, তারপরেও কি যেন একটা নাই। অনুভব করার নাম নিঃসঙ্গতা।

যার মনের কথা, প্রকাশের ক্ষমতা যত কম, তার মনের কষ্ট তত বেশি।

আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়। আর বিবেক হল সূর্য যা কখনো নেভে না।

সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো, অথবা সময়কে পরিবর্তন করতে শেখো। অসুবিধা গুলোকে অভিশাপ না দিয়ে, নিজে হাঁটতে শেখো।

করো হাতের পুতুল হওয়ার চেয়ে, নিজের পরিচয় বানানো ভালো।

Bangla Shayari বাংলা শায়েরী 2 লাইনে

স্বপ্নটা প্রোফাইল পিকচারের মতো সুন্দর, কিন্তু বাস্তবটা আধার কার্ডের ছবির মতো পরিষ্কার।

কেউ পছন্দ না করলে কি যায় আসে, ভগবান তো পছন্দ করেই বানিয়েছেন।

মন থেকে চাওয়া জিনিস গুলো যতোটা সহজে ভাবা যায়, ততটা সহজে পাওয়া যায় না।

চলে গেছো তাতে কষ্ট নেই। কষ্ট একটাই… হাতে হাত রেখে এতোটা পথ চলার পরেও তোমাই চেনা হলোনা।

বর্তমান সমাজ হলো, ব্যার্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা।

মনের কথা বোলবে কাকে সব এখানে মুখোশধারী, আপন সেজে ছোবল মারবে মানুষ রুপে মহামারী।

কোনো বিশেষ জাদু নেই শায়েরদের, শুধু কথাগুলো হৃদয় থেকে উঠে এসে হৃদয়ে পৌঁছে যায়।

আরও পড়ুন: জীবন নিয়ে ১০০০ টি বিখ্যাত উক্তি


আশা করি, আজকের পোস্টে দেওয়া এই 1000+ ‘বাংলা শায়েরী SMS, Bangla Shayari Love Romantic, Attitude, Sad Bengali Shayari ভালোবাসার দুষ্টু মিষ্টি প্রেমের সাইরি বাংলা’ আপনার ভালো লেগেছে এবং আপনার পছন্দের বাংলা সায়ারি Facebook ও Whatsapp এর মাধ্যমে আপনার প্রিয় মানুষকে পাঠিয়ে দিয়েছেন।

3 thoughts on “১০০০+ বাংলা শায়েরী Bangla Shayari Love Romantic, Attitude, Sad Bengali Shayari প্রেমের সাইরি”

  1. যে যতো বেশি আশা করবে, সে ততো বেশি কষ্ট পাবে। এটাই প্রকৃতির নিয়ম।’

    Reply

Leave a Comment