Mahabharat Bangla মহাভারত বাংলা সকল পর্ব Mahabharat in Bengali
মহাভারতের কাহিনী আঠারটি পর্বে লিপিবদ্ধ। সংক্ষেপে সে কাহিনী বলবার চেষ্টা করছি। বর্তমান দিল্লীর কাছেই হস্তিনাপুরের রাজা শান্তনু। ধার্মিক, রূপবান, মহাবীর সেই রাজা গঙ্গাদেবীর মানবী মূর্তিকে বিয়ে করেন একটি শর্তে। গঙ্গার কোন কাজে তিনি বাধা দেবেন না কখনও।