ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪৩০, ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২৩, অমাবস্যা, পূর্ণিমা একাদশী কবে Bhadra Mas Calendar 2023
ভাদ্র মাস হল বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। ভাদ্র মাস বিভিন্ন নামে পরিচিত, যেমন – ভাদ্দুর, ভাদুর, বা, ভাদ্দর। ভাদ্র মাস শরৎ কালের আগমন বার্তা নিয়ে আসে। ভাদ্র মাসের নামকরণ হয়েছে ‘উত্তর ভাদ্রপদ ও পূর্ব ভাদ্রপদ’ নক্ষত্রের নাম অনুসারে। ইংরেজি গ্রেগরীয় ক্যালেন্ডার ২০২৩ এ ভাদ্র মাসের শুরু 19th August এবং শেষ 18th September তারিখে।