নমস্কার পাঠকবৃন্দ,
আমি অমিত মন্ডল।
সবাইকে আদি শিখার সাবস্ক্রাইব পেজে Welcome করছি।
Adi Sikha ব্লগ সাবস্ক্রাইব করা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো পূর্বে আমি আপনাদের সাথে ২ মিনিট সময় কাটাতে চায়। আমি আপনার সাথে আমার এবং আদি শিখা ব্লগের Journey সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চায় যা আপনাকে এই বিষয়টা নির্বাচন করতে সাহায্য করবে যে আপনি আদি শিখা ব্লগকে সাবস্ক্রাইব করবেন কি না ?
২০১৯ সালে আদি শিখা ব্লগের Journey শুরু হয়, তখন আমি এই ব্লগটা কেবলমাত্র আমার শখ পূরণ জন্য শুরু করেছিলাম। যারা এর পূর্বে আমার সম্পর্কে পড়েছেন তারা হয়তো জানবেন যে আমি গল্প লিখতে ভালোবাসি এবং সেই শখ পূরণ করার জন্য এই ব্লগের সৃষ্টি করেছি।
আমি প্রথম যে গল্পটা লিখেছিলাম সেটা অস্তিত্ব। অস্তিত্ব একটি রুপক সামাজিক গল্প, যেখানে মনুষ্য সমাজের বিভিন্ন কর্মের জন্য কিভাবে পশুপাখি বিপন্ন হচ্ছে তা গল্পের আকারে ফুটিয়ে তোলা হয়েছে।
এরপর গল্পের সাথে সাথে দেশ বিদেশের বিখ্যাত মানুষদের জীবনী ও উক্তি, ভগবদ গীতা, রামায়ন, মহাভারত, অনুপ্রেরণামূলক লেখা ও অন্যান্য বিষয় নিয়ে লেখা লিখতে শুরু করি।
প্রথমে জীবনী টা লিখেছিলাম সর্বপল্লী রাধাকৃষ্ণাণের উপর, যেই লেখা টা ২০১৯ সালে শিক্ষক দিবসের দিন প্রায় ২০ হাজার মানুষ পড়েন।
এর পর মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডঃ বি আর আম্বেদকর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জীবনী প্রকাশ করতে থাকি এবং পাঠক সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।
সেই শুরু। আমরা এখনও নিত্যনতুন লেখা প্রকাশ করে চলেছি এবং ভবিষ্যতে আরও প্রকাশ করব।
২০১৯ সালে যখন আদি শিখা ♨️ ব্লগ শুরু করি তখন ভাবতে পারিনি পাঠকবৃন্দ আমাদের লেখা এত পছন্দ করবে।
বর্তমানে আমাদের লেখা প্রতি মাসে প্রায় ১০ হাজার মানুষ পড়েন এবং এই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
আপনারা যখন Subscribe page টি পড়ছেন তখন আপনাদের জানিয়ে রাখি আমরা কি বিষয় নিয়ে লেখা প্রকাশ করি, যা আপনাকে সাহায্য করবে আমাদের ব্লগ Subscribe করবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে।
আমরা যে সমস্ত বিষয়ের উপর লেখা প্রকাশ করি:
- বিখ্যাত মানুষের জীবনী ও উক্তি,
- বিভিন্ন ধরণের গল্প (ভূতের গল্প, সামাজিক গল্প অন্যান্য),
- রামায়ণ,
- মহাভারত,
- অনুপ্রেরণামূলক লেখা,
- প্রভৃতি
সবার কাছেই সময় মূল্যবান ও গুরুত্বপূর্ণ।
আদি শিখা ♨️ ব্লগকে সাবস্ক্রাইব করলে আমরা আপনার সময় নষ্ট হতে দেব না। আমরা সব সময় চেষ্টা করি Quality content পাঠকদের সামনে উপস্থাপিত করার।
Subscribe করার পর পাঠকদেরকে আমরা Email এর মাধ্যমে নতুন লেখার notification পাঠায় Google এর সাহায্যে।
সেজন্য আপনি নিশ্চিত হতে পারেন আমরা আপনাকে কোনো Spam mail পাঠাব না এবং আপনার Email address google এর Database এ সুরক্ষিত থাকবে।
👉 Subscribe to AdiSikha ♨️ blog:
Email address লিখে Subscribe করার পর আপনার Email এ Google এর তরফ থেকে একটি mail যাবে আমাদের ব্লগে আপনার Subcription Confirm করার জন্য।
আপনার Subscription complete না করলে আমরা আপনাকে নতুন লেখার নোটিফিকেশন পাঠাতে পারব না।
সেই mail টি open করে Confirm Subscription এ click করলেই আপনার subscription complete হয়ে যাবে এবং আমরা আপনাকে নতুন লেখার নোটিফিকেশন পাঠাতে পারব।
👉 Social Media তে follow করুন:
এছাড়া আপনি আমাদের বিভিন্ন Social Media তে follow করতে পারেন।
আমরা সোস্যাল মিডিয়াতে আমাদের সমস্ত লেখার Update দিয়ে থাকি।
সেজন্য কোনো নতুন লেখার Notification মিশ না করার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের সাথে বিভিন্ন সোস্যাল মিডিয়াতেও যুক্ত হন:
👉 এরপর কি করবেন?
আপনি যদি ইতিমধ্যে AdiSikha ব্লগকে Subscribe এবং বিভিন্ন Social Media তে follow করে থাকেন তবে আপনি নীচের লেখাগুলো পড়তে পারেন। এই লেখাগুলো আমাদের অন্যান্য পাঠক সবথেকে বেশী পছন্দ করেন: