Submit Guest Post – অতিথি লেখক হিসাবে আপনার লেখা প্রকাশ করুন

Guest Post Rules and Policy

আদি শিখা একটি বাংলা ব্লগ যেখানে বিভিন্ন বিষয়ে ( গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, Book Summary and Review, জীবনী ও উক্তি, সমালোচনামূলক লেখা, ভগবদ গীতা ব্যখ্যা ও অনুবাদ, রামায়ন, মহাভারত, অন্যান্য ধর্মগ্রন্থ প্রভৃতি) লেখা প্রকাশ করা হয়।

আপনি আদি শিখাতে একজন অতিথি লেখক হিসাবে Guest Post লিখতে চাইলে নিম্নলিখিত নির্দেশ গুলো মনোযোগ সহকারে পড়ুন:

A] আদি শিখাতে কোন কোন বিষয়ে লেখা প্রকাশ করা হয়?

  1. অনুপ্রেরণামূলক লেখা ও অনুপ্রেরণামূলক গল্প,
  2. বিখ্যাত মানুষের জীবনী ও উক্তি,
  3. প্রেম, ভালোবাসা, অনুপ্রেরণা ইত্যাদি বিষয় নিয়ে উক্তি।

আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের ওয়েবসাইটের লেখাগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং কয়েকটি লেখা পড়ে দেখুন।

B] অতিথি লেখক হিসাবে কারা আদি শিখাতে লেখা / Guest Post পাঠাবে?

👉 যে সমস্ত মানুষ লিখতে ভালোবাসেন ও তা সবার সাথে শেয়ার করে অন্যদের মনোরঞ্জন করতে চাই এবং নিজের জ্ঞান ও talent বিনামূল্যে সবার সাথে শেয়ার করতে ভালবাসে তারা আদি শিখাতে অতিথি লেখক হিসাবে Email এর মাধ্যমে লেখা পাঠাতে পারেন।

C] আদি শিখাতে আপনি কেন লেখা প্রকাশ করবেন?

আপনি বিভিন্ন কারণে আদি শিখাতে আপনার লেখা প্রকাশ করতে পারেন –

  1. লেখার মাধ্যমে আপনি আপনার লেখন কৌশল এবং মৌলিকত্ব ইন্টারনেট জগতের বৃহত্তর পাঠকের সামনে উপস্থাপিত করতে পারবেন।
  2. আপনার নাম এবং ছবি আপনার লেখার সাথে একদম নিচে প্রকাশ করা হবে। এর ফলে আপনার নাম হবে এবং Brand Value বাড়বে।
  3. আপনার জ্ঞান আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন।
  4. ইন্টারনেট ব্যবহারকারী সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে আপনার লেখা পৌঁছে যাবে।

D] Guest Post বা অতিথি লেখক হিসাবে লেখার সুবিধা –

  1. Self Promotion – ইন্টারনেটে আপনার আলাদা পরিচয় তৈরি হবে, সবাই আপনার সম্পর্কে জানবে।
  2. Dofollow Backlink – আপনার কোন ওয়েবসাইট থাকলে আপনি dofollow backlink পাবেন, যার ফলে আপনার ওয়েবসাইট এর Rank better হবে।
  3. Website না থাকলে লেখার নিচে আপনার Social Media account বা Fan Page বা Youtube Chanal এর link দিতে পারবেন।
  4. আপনার লেখা আমাদের website এবং আমাদের সমস্ত Social Media (Facebook, Twitter, Instagram, Telegram Pinterest) তে শেয়ার করা হবে। এর ফলে খুব সহজে ও অল্প সময়ে বৃহত্তর পাঠকের কাছে আপনার লেখা পৌঁছে যাবে।

সবথেকে বড় কথা, কিছু মানুষ থাকে যারা নিজের জ্ঞান ও দক্ষতা সবার সাথে শেয়ার করে আলাদা সুখ অনুভব করে। এই সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।

E] লেখা পাঠানোর সময় কি কি বিষয় মাথায় রাখবেন?

#1. মৌলিকত্ব

সর্বপ্রথম আপনার লেখা মৌলিক অর্থাৎ আপনার নিজের লেখা হওয়া বাঞ্ছনীয়। অন্য কোন জায়গা থেকে Copy-Paste করে লেখা পাঠালে তা গ্ৰহণযোগ্য ও প্রকাশিত হবে না।

#2. Word limit

আপনার লেখা কমপক্ষে ১৫০০ শব্দের হতে হবে।

#3. Image

Email এ আপনার লেখার সাথে একটি image (featured image) যোগ করুন।

#3.1. Copyright free Image

Image অবশ্যই copyright free হতে হবে।

#3.2. 👉 Copyright free image কোথা থেকে পাবেন?

আপনি নীচের website গুলো থেকে copyright free image download করে ব্যবহার করতে পারেন।

  1. https://pixabay.com
  2. https://www.pexels.com
  3. https://www.flickr.com

#4. Credit

আমরা আপনাকে এবং আপনার লেখাকে সম্মান করি।

আপনার লেখা আপনার নাম ও ছবি সহ প্রকাশ করা হবে অর্থাৎ আপনি আপনার লেখার প্রকৃত মালিক।

আপনার লেখা Online এ internet জগতে সর্বপ্রথম আদি শিখাতে প্রকাশ হতে হবে।

পূর্বে অন্য কোন অনলাইন মাধ্যমে প্রকাশ হলে তা গ্রহণযোগ্য হবে না।

Offline এ আপনি যেখানে খুশি প্রকাশ করতে পারেন।

#5. Online Copyright Ownership Disclaimer

আদি শিখাতে আপনার লেখা প্রকাশ করা মানে আপনি আপনার লেখার online copyright ownership আমাদেরকে দিচ্ছেন।

এই বিষয়টি আমাদের DMCA সম্পর্কিত বিভিন্ন বিষয় মোকাবিলা করতে সাহায্য করবে।

অবশ্যই মাথায় রাখবেন, আপনিই আপনার লেখার প্রকৃত মালিক

Online copyright ownership আমাদের কাছে থাকলেও আপনি ই তার প্রকৃত মালিক এবং আপনার লেখা আপনার নাম ও ছবি সহ প্রকাশ করা হবে।

আপনার লেখা এর পর অন্য কোনো website এ প্রকাশিত হলে

  1. আমাদের website থেকে আপনার লেখা delete করে দেওয়া হবে।
  2. অথবা, আমরা DMCA takedown করে সেই website থেকে আপনার লেখা মুছে ফেলতে বাধ্য হব।

#6. Comment

Comment বা মন্তব্য হল আপনার লেখা সম্পর্কে পাঠকদের সাথে আপনার আলোচনা।

লেখা প্রকাশ হওয়ার পর পাঠকদের comments এর reply দিন।

এর ফলে আপনার পাঠকরা আপনার সাথে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হবে এবং পাঠকদের মনে আপনার ছবি আরো স্পষ্ট ও উন্নত হবে।

#7. Article Value

আদি শিখাতে পূর্বে প্রকাশ করা হয়েছে এমন কোন বিষয় বা topic এ লেখা পাঠাবেন না।

#8. Avoid typing mistake

লেখা পাঠানোর আগে দেখে নিন আপনার লেখাতে কোন বানান ভুল আছে কিনা।

#9. Share

আপনার লেখা আদি শিখার সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Facebook, Twitter, Instagram, Telegram ও Pinterest) এ শেয়ার করা হবে।

এর ফলে আপনি ও আপনার লেখা আমাদের সমস্ত পাঠকবৃন্দের কাছে পৌঁছে যাবে।

এছাড়া আপনি আপনার লেখা আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও Fan Page এ শেয়ার করুন।

যার ফলে আপনি আরও বেশিসংখ্যক পাঠকদের কাছে পৌঁছে যাবেন।

#10. No External link promotion

আপনার লেখাতে কোন ধরনের affiliate link, spam link, bad link, নগ্ন ছবি বা ভিডিও সংক্রান্ত link যোগ করবেন না। সেক্ষেত্রে আপনার লেখা অনুমোদিত হবে না।

#11. For Blogger/Website Owner

কোনো ব্লগার Backlink হিসেবে website এর home page এর লিঙ্ক (সর্বোচ্চ 1 টি) যোগ করতে চাইলে Email এ লেখার একদম নিচে তা যোগ করুন।

#12. For Youtuber

আপনি আপনার Youtube channel এর লিঙ্ক দিতে পারেন। কিন্তু কোনো video বা direct subscription link দেওয়া যাবে না।

F] কিভাবে লেখা পাঠাবেন?

উপরে উল্লেখিত সমস্ত নির্দেশ পড়ে বুঝতে পারলে নিচে দেওয়া email address এ আপনার লেখা আমাদেরকে পাঠিয়ে দিন।

Email Address: [email protected]

লেখার নীচে আপনার নামের পাশে ছবি প্রকাশ করতে ইচ্ছুক হলে তা একই email এ attach করে পাঠিয়ে দিন।

আপনার নাম ও ছবি সহ আপনার লেখা প্রকাশ করা হবে।

এছাড়া আমাদের যদি মনে হয়, আপনার লেখায় কোন রকম উন্নতি প্রয়োজন বা আপনার লেখা নির্বাচিত না হলে আমরা আপনাকে email করে জানিয়ে দেব।

G] কিভাবে বুঝবেন আদি শিখাতে আপনার লেখা প্রকাশিত হয়েছে কিনা?

আমরা আপনার লেখা পড়ে দেখব।

উপরের সমস্ত শর্তাবলী পূরণ করলে আমরা আদি শিখাতে আপনার লেখা প্রকাশ করব।

প্রকাশ হওয়ার পরে আমরা আপনাকে email এর মাধ্যমে জানিয়ে দেব।

এছাড়া আরও 3 রকম ভাবে আপনি জানতে পারবেন আপনার লেখা নির্বাচিত ও প্রকাশিত হয়েছে কিনা।

  • 1. আপনি আদি শিখা কে “সাবস্ক্রাইব” (Subscribe) করে রাখুন। নতুন কোনো লেখা প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার email এ notification চলে যাবে।

Subscribe Form

নবীনতম লেখার নিয়মিত Notification পাওয়ার জন্য Email address লিখে Subscribe করুন…. It’s FREE.

  • 2. নিয়মিত আমাদের website ভিজিট করুন। আপনার লেখা প্রকাশ হলে আপনি তা দেখতে পাবেন।
  • 3. আদি শিখার সমস্ত লেখা আমরা নীচের 5 টি Social Media Platform এ শেয়ার করি:

আদি শিখা কে বিভিন্ন Social Media তে follow করুন। এর ফলে আপনার লেখা প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি update পেয়ে যাবেন।

H] আপনার মনে আর কোনো প্রশ্ন আছে?

Guest Post বা অতিথি লেখক হিসাবে লেখা পাঠানো ও প্রকাশ করার বিষয়ে আপনার মনে অন্য কোন রকম প্রশ্ন বা query থাকলে নীচের form পূরণ করে পাঠিয়ে দিন।

Guest Post Query Form

ধন্যবাদ,

Amit Mandal এবং Team Adi Sikha.