Home » Biography » বি আর আম্বেদকরের জীবনী Dr BR Ambedkar Biography in Bengali

বি আর আম্বেদকরের জীবনী Dr BR Ambedkar Biography in Bengali

Dr BR Ambedkar Biography in Bengali বি আর আম্বেদকরের জীবনী: ভারতের অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক আম্বেদকর বর্ণপ্রথার দ্বারা সৃষ্ট অসমতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত।

বাবা সাহেব আম্বেদকর একজন আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তিনি ছিলেন সংবিধানের স্থপতি এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। তাঁর অবদানের জন্য প্রতি বছর তাঁর জন্মদিন “আম্বেদকর জয়ন্তী” (Ambedkar Jayanti 2023) রুপে পালিত হয়। 

সারা দেশের জন্য অনেক মহৎ কর্ম করা এই লোকটি তার জীবনের প্রথম দিকে সমাজের দ্বারা যে পরিমাণ লাঞ্চিত ও বঞ্চিত হয়েছেন তা মনে হয় না অন্য কেউ হয়েছেন এবং সেই সমস্ত অপমান ভুলে সামনের দিকে এগিয়ে গেছেন।

B R Ambedkar বলতেন,

“আমি এমন ধর্মকে মানি যে স্বাধীনতা, সাম্যতা এবং ভাতৃত্ববোধ শেখায়।“

– Dr. BR Ambedkar

আমরা আজকে সাম্যতার প্রতীক ভারতরত্ন Dr Babasaheb Bhimrao Ambedkar সম্পর্কে জানব, যিনি এই দেশের সংবিধান রচনা করেছেন, দলিত এবং অস্পৃশ্য জাতির মানুষদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

Dr BR Ambedkar Biography and Life Story in Bengali

বি আর আম্বেদকরের জীবনী

জন্ম

ডঃ বি আর আম্বেদকর এর জন্ম হয় 14 এপ্রিল 1891 সালে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় মৌ (Mhow) নামে একটি গ্রামে।

Dr B R Ambedkar born on 14th April 1891.

একটি দলিত পরিবারে জন্মগ্রহণকারী, আম্বেদকর তার সম্প্রদায়ের শোষণ ও বৈষম্যের সাক্ষী হয়ে বড় হয়েছিলেন, যা তাকে সমতার জন্য আজীবন ধর্মযুদ্ধ শুরু করতে অনুপ্রাণিত করেছিল।

Father name of Dr Babasaheb Bhimrao Ambedkar

ডঃ বি আর আম্বেদকর এর বাবার নাম রামজি সকপাল (Ramji Sakpal)

রামজি সাকপাল তৎকালীন পরাধীন ভারতের ব্রিটিশ সেনাবাহিনীতে থেকে দেশের সেবা করছিলেন এবং ভালো ব্যবহার ও কর্মের জন্য তিনি সেনাবাহিনীর সুবেদার পদ পর্যন্ত উত্তীর্ণ হন।

Mother name of Dr Babasaheb Bhimrao Ambedkar

ডঃ বি আর আম্বেদকর এর মায়ের নাম ছিল ভীমা বাই (Bhimabai)

Who is BR Ambedkar wife?

Ramabai Ambedkar is the wife of Bhimrao Ramji Ambedkar. She died in 1935.

Education of BR Ambedkar

রামজি প্রথম থেকেই নিজের ছেলেকে কঠোর পরিশ্রম এবং ভালোভাবে পড়াশোনা করার জন্য উৎসাহিত করতেন। যার ফলে বি আর আম্বেদকর ছোটবেলা থেকেই পড়াশোনা তে খুব ভালো ছিলেন।

বি আর আম্বেদকর জাতিতে ছিলেন মাহার (Mahar), যেই জাতিকে তৎকালীন ভারতের অস্পৃশ্য হিসাবে মানা হত।

নিচু জাতির কোন মানুষ ভুল করে উচু জাতির মানুষের কোন বস্তুকে স্পর্শ করলে তা অপবিত্র হিসাবে মানা হত এবং সেই সমস্ত বস্তু মুছে জাতির মানুষ পুনরায় ব্যবহার করতেন না।

এমনকি সমাজের এইরকম খারাপ চিন্তা ভাবনার জন্য নিচু জাতি মানুষ বিদ্যালয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারত না।

কিন্তু সৌভাগ্যক্রমে তৎকালীন ব্রিটিশ সরকার সেনাবাহিনীতে কর্মরত নিচু শ্রেনীর মানুষদের জন্য আলাদা করে বিদ্যালয় তৈরি করেছিল এবং এর ফলে আম্বেদকর তাঁর প্রাথমিক শিক্ষা শুরু করতে পারেন।

বিদ্যালয়ের পড়াশোনায় খুব ভালো হওয়া সত্ত্বেও আম্বেদকর এবং তার সহপাঠী সমস্ত নিচু জাতির ছেলেকে বিদ্যালয় কক্ষের বাইরে বা কক্ষের যে কোন এক কোনায় আলাদা ভাবে বসানো হত।

এমনকি বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের প্রতি কোনো গুরুত্ব দিতেন না এবং নিচু জাতির হওয়ার জন্য তাদের অবহেলার চোখে দেখতেন।

বিদ্যালয়ের নল থেকে জল খাওয়ার অধিকার পর্যন্ত তাদের ছিল না। বিদ্যালয়ের কেরানী এসে দূর থেকে তাদের হাতে জল ঢালতেন এবং কেরানী না থাকলে তাদের জল পান না করেই তাদের থাকতে হতো।

তৎকালীন ভারতের এরকম জটিল পরিস্থিতিতে নীচু জাতির কোন ছেলেই বিদ্যালয়ে পড়তে চাইতো না এবং বিদ্যালয়ে ভর্তি হলেও অপমান এবং অভদ্র ব্যবহারের জন্য খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়ের পড়াশোনা ত্যাগ করত।

1894 সালে রামজি সকপাল ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর পরিবার সমেত মহারাষ্ট্রের সাতারা (Satara) নামক গ্ৰামে চলে আসেন।

সাতারা আসার দুই বছরের মধ্যে বি আর আম্বেদকর এর মা ভীমা বাই মারা যান।

এর পর তার পিসি মীরা বাই কঠিন পরিস্থিতিতে তাদের দেখাশোনা করেন।

রামজি সকপাল এবং ভীমা বাই এর 14 সন্তানের মধ্যে কেবলমাত্র তিন পুত্র বললাম, আনন্দরাও এবং ভীমরাও এবং তিন কন্যা মঞ্জুলা, গঙ্গা ও তুলসী এই কঠিন পরিস্থিতিতে জীবিত ছিলেন।

ছয় ভাইবোনের মধ্যে কেবলমাত্র ভীমরাও আম্বেদকর সমাজের সমস্ত অপমান ও লাঞ্ছনা সহ্য করে পড়াশোনা করতে সফল হয়।

আরও পড়ুন:

Primary Education

১৮৯৭ সালে আম্বেদকর বোম্বাই এর Elphinstone High School এ ভর্তি হন এবং সেই বিদ্যালয়ের প্রথম নীচু জাতির শিক্ষার্থী তিনিই ছিলেন।

১৯০৭ সালে বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা পাস করেন।

এর ফলে তার স্বজাতির মানুষদের মধ্যে খুশির তরঙ্গ ছড়িয়ে যায়। কারণ সেই সময় উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা পাস করা অনেক বড় ব্যাপার ছিল, তাও আবার নিচু জাতি থেকে।

এই সফলতার জন্য অর্জন কেলুস্কার (Arjun Keluskar) বি আর আম্বেদকর কি তার নিজের লেখা বই গৌতম বুদ্ধের জীবনী রুপে প্রদান করেন।

Higher Education

এরপর বি আর আম্বেদকর এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ১৯১২ সালে Economics and Politics এ BA ডিগ্ৰি লাভ করেন।

১৯১৩ সালে স্কলার্শিপ পেয়ে পোস্ট গ্রাজুয়েশন এর জন্য আমেরিকা চলে যান।

১৯১৫ সালে Columbia University থেকে MA এর ডিগ্ৰি লাভ করেন।

১৯১৬ সালে একটি গবেষণার জন্য PhD লাভ করেন।

তিনি তার গবেষণা “Evolution of Province Finance in British India” নামক পুস্তকে রূপে প্রকাশ করেন।

ডক্টরেট ডিগ্রী পাওয়ার পর তিনি ১৯১৬ সালে লন্ডনে চলে আসেন। London school of Economics এ Law অর্থাৎ আইন কানুন নিয়ে পড়াশোনা এবং Economics নিয়ে গবেষণা শুরু করেন।

কিন্তু স্কলারশিপের সময়সীমা পরের বছর শেষ হয়ে যাওয়ার জন্য পড়াশোনা এবং গবেষণা মাঝপথে থামিয়ে তিনি ভারতে আসতে বাধ্য হন।

এর পর তিনি Clerk এবং Accountant এর মতো অনেক চাকরি করেন।

আরও পড়ুন: ১০১ টি প্রেমের উক্তি

গবেষণা

এরপর ১৯২০ সালে জমানো টাকা এবং বন্ধুর সাহায্য নিয়ে পুনরায় ইংল্যান্ডে ফিরে আসেন।

১৯২৩ সালে তার গবেষণা “Problems of the rupee” সম্পন্ন করেন। তাঁর গবেষণার জন্য London University তাঁকে Doctor of Science উপাধিতে ভূষিত করেন।

এরপর তিনি ভারতবর্ষে ফিরে আসেন এবং সম্পূর্ণ জীবন ভারতবাসীর সেবায় নিয়োজিত করেন।

রাজনৈতিক জীবন

ভারতবর্ষের বেশ কয়েকটি স্বাধীনতা আন্দোলনে তিনি যোগ দেন।

দলিত শ্রেণীর মানুষদের সামাজিক উন্নয়ন ও ভারতবর্ষের স্বাধীনতার জন্য বেশ কয়েকটি পুস্তক রচনা করেন, যা তৎকালীন ভারতীয় সমাজের উপর গভীর প্রভাব বিস্তার করে।

১৯২৬ সালে তিনি বোম্বাই বিধানসভা পরিষদের সদস্য হন।

13th October 1935 এ বি আর আম্বেদকর Government Law College এ Principal হন এবং এই পদে তিনি দুই বছর কর্মরত ছিলেন।

1936 সালে আম্বেদকর Independent Labour Party প্রতিষ্ঠা করেন এবং 1937 সালের বিধানসভা নির্বাচনে ১৫ টি পদে জয় লাভ করেন।

১৯৪১ থেকে ১৯৪৫ সালের মধ্যে তিনি বেশ কয়েকটি বিতর্কিত পুস্তক প্রকাশ করেন।এই সমস্ত পুস্তকের মধ্যে একটি ছিল “Thoughts on Pakistan” যেখানে তিনি মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা করেন।

Dr BR Ambedkar ভারতবর্ষকে এক আলাদা নজর দেখতেন। তিনি অবিচ্ছিন্ন ভারতবর্ষকে স্বাধীন হিসেবে দেখতে চেয়েছিলেন।

এর জন্য তিনি ভারতকে দুই ভাগে ভাগ করার পক্ষে যে সমস্ত নেতারা ছিল তাদের প্রকাশ্যে সমালোচনা করতেন।

Read More:

ভারতের সংবিধান রচনা

১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত স্বাধীন হওয়ার পরে বি আর আম্বেদকর ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী হন।

তিনি ভারতবর্ষের জন্য নতুন আইন রচনা করেন যা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান হিসাবে সারাদেশে ঘোষণা করা হয়।

তার বিচারধারা অনুসরণ করেই Reserve Bank of India তৈরি করা হয়।

মৃত্যু

বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ এবং কঠোর পরিশ্রমের জন্য তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন।

১৯৫৬ সালের ৬ ই ডিসেম্বর তিনি মারা যান।

Also Read:

B R Ambedkar Jayanti

14th April Dr. B R Ambedkar এর জন্ম দিবস উপলক্ষে B R Ambedkar Jayanti পালন করা হয়।

Achievements of Dr. BR Ambedkar

  1. Dr. Babasaheb Ambedkar was the first Indian to get a Ph.D. degree in Economics from abroad.
  2. He is the father of the Indian Constitution.

List of books written by Dr. Bhimrao Ambedkar

Dr. BR Ambedkar wrote many books. Here is a list of his famous 20 books:

  1. Castes in India: Their Mechanism, Genesis and Development in 1916,
  2. Mook Nayak (weekly) in 1920,
  3. The Problem of the Rupee: Its origin and its solution in 1923,
  4. Bahishkrut Bharat (India Ostracized) in 1927,
  5. Janta (weekly) in 1930,
  6. The Annihilation of Caste in 1936,
  7. Federation Versus Freedom in 1939,
  8. Thoughts on Pakistan in 1940,
  9. Ranade, Gandhi and Jinnah in 1943,
  10. Mr. Gandhi and Emancipation of Untouchables in 1943,
  11. What Congress and Gandhi have done to the Untouchables in 1945,
  12. Pakistan Or Partition Of India in 1945,
  13. State and Minorities in 1947,
  14. Who were the Shudras in 1948,
  15. Maharashtra as a Linguistic Province in 1948,
  16. The Untouchables in 1948,
  17. Buddha Or Karl Marx in 1956,
  18. The Buddha and his Dhamma in 1957,
  19. Riddles in Hinduism,
  20. Manu and the Shudras.

আরও পড়ুন:

FAQ’s on Dr. BR Ambedkar

আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়?

আম্বেদকর জয়ন্তী (Ambedkar Jayanti 2023) প্রতি বছর 14 এপ্রিল পালিত হয়। 

How Dr. BR Ambedkar died?

Dr. BR Ambedkar died on 6th December 1956 because of diabetes.

Where did Ambedkar die?

BR Ambedkar died when he was sleeping at his home in Delhi.

What is the cast of BR Ambedkar?

BR Ambedkar belongs to the “Mahar” caste.

What is Mahar caste?

The Mahar caste is an Indian community. Most of the people of the Mahar caste live in Maharastra. Now the Mahar caste is designated as the Scheduled Caste.

What is Ambedkar’s full name?

The full name of Ambedkar is Bhimrao Ramji Ambedkar.

Who is the father and mother of Dr. BR Ambedkar?

Ramji Sakpal is the father of Dr. BR Ambedkar and his mother’s name is Bhimabai Sakpal.

When did BR Ambedkar write the Constitution?

India became independent on 15th August 1947. After that Dr. BR Ambedkar was appointed as the Union Law Minister and he wrote the Indian Constitution. On 26th January 1950, it was declared as the Constitution of India.

What is the name of the University established in the remembrance of Dr. BR Ambedkar?

Dr. BR Ambedkar Open University

আরও পড়ুন:

Final words

মৃত্যুর পূর্বে নিচু জাতির মানুষদের নিয়ে সমাজের চিন্তাধারা অনেকটাই পরিবর্তন করতে তিনি সক্ষম হন।সমাজের গরিব, দলিত এবং নিচু শ্রেনীর মানুষদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। Dr B R Ambedkar ভারতবর্ষের জন্য যা করেছেন তা বর্ণনাতীত।


আশা করি আমাদের লেখা Dr BR Ambedkar Biography in Bengali পড়ে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন।

বি আর আম্বেদকরের জীবনী (Dr BR Ambedkar Biography) সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন বা তার সম্পর্কে অন্য তথ্য জানা থাকলে Comment করে আমাদের জানাতে পারো।

আমাদের লেখা Dr BR Ambedkar Biography পড়ে আপনার ভালো লাগলে অবশ্যই এই লেখাটি সবার সাথে শেয়ার করুন। আপনার একটি ছোট্ট শেয়ার ভবিষ্যতে আমাদের এই রকম লেখা লিখতে আরো উৎসাহিত করবে।

আপনি এগুলোও পড়তে পারেন :

3 thoughts on “বি আর আম্বেদকরের জীবনী Dr BR Ambedkar Biography in Bengali”

  1. ড. আম্বেদকর কখন এবং কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার বিবরণ দিলে ভালো হতো।

    Reply
  2. আম্বেদকর কেন এবং কখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তার পূর্ণাঙ্গ বিবরণ দিলে ভালো হতো।

    Reply
  3. Dr BR Ambedkar niya je serial &TV te hoche ta anek besi sundor . possible hole onar life story aro details likhun. I love him I respect him

    Reply

Leave a Comment