Swami Vivekananda Quotes in Bengali
বাবার নাম | বিশ্বনাথ দত্ত |
মায়ের নাম | ভুবনেশ্বরী দেবী |
জন্ম | 12th January, 1863 ( কলকাতা ) |
মৃত্যু | 4th July, 1902 (বেলুড় মঠ, হাওড়া ) |
আদি নিবাস | বর্ধমান জেলার কালনা মহকুমার ডেরেটোনা গ্রাম |
জাতীয়তা | ভারতীয় |
প্রতিষ্ঠাতা | রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ |
সাহিত্যকর্ম | রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, মদীয় আচার্যদেব, ভারতে বিবেকানন্দ |
প্রভাবিত হয়েছেন | সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, জহরলাল নেহেরু, নিকোলা টেসলা, আচার্য জগদীশচন্দ্র বসু, অ্যানি বেসান্ত, নরেন্দ্র মোদি |
১৮৬৩ সালের ১২ ই জানুয়ারী কলকাতার এক বাঙালি হিন্দু পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয়।
তিনি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ অনুভব করতেন ছোটবেলা থেকেই।
রামকৃষ্ণ পরমহংস ছিলেন তাঁর আধ্যাত্মিকতার গুরু। তাঁর কাছেই বিবেকানন্দ শিখেছিলেন – সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে; অতএব জীবের সেবা করে মানেই ঈশ্বরের সেবা করা।

১৮৯৩ খ্রিষ্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং আমেরিকার শিকাগোতে বক্তৃতা দেন – যার প্রথম লাইনটি ছিল –
Sisters and brothers of America ….
– Swami Vivekananda
এই কথাটি শোনা মাত্র গোটা হল ঘর হাততালির আওয়াজে ভরে ওঠে।
অন্যান্য মানুষের একঘেয়ে বক্তৃতা শুনতে শুনতে মানুষ যখন বিরক্ত হয়ে হল ঘর থেকে বেরোনো শুরু করত তখন ঘোষণা করা হত – এবার বক্তৃতা দেবেন বিবেকানন্দ।
৫ মিনিটের মধ্যে আবার হল ঘর ভর্তি হয়ে যেত। এমনি ছিল তার কথার জাদু যা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। এজন্য বিবেকানন্দকে সবার শেষে বক্তৃতা দিতে দেওয়া হত।
স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ ই জানুয়ারী ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়।
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ জীবনী
বিবেকানন্দের বলে যাওয়া কথা গুলো আজও যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে চলেছে।
তাই আজ আমরা স্বামী বিবেকানন্দের ৬০ টি অনুপ্রেরণামূলক বাণী সম্পর্কে জানব যা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময়ে অনুপ্রেরণা যোগাবে।
- কর্ম সম্পর্কে Swami Vivekananda bani about Work
- সমাজ সম্পর্কে Swami Vivekananda bani about Society
- চরিত্র সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণী
- নারীদের নিয়ে ১৫ টি উক্তি Swami Vivekananda bani on Women
- অনুপ্রেরণামূলক বাণী Swami Vivekananda Motivational Quotes in Bengali
- সত্য সম্পর্কে Swami Vivekananda bani about Truth
- শিক্ষা সম্পর্কে Swami Vivekananda bani about Education in bengali
- মানবতা সম্পর্কে Swami Vivekananda bani about Humanity
- জীবনের স্বরূপ সম্পর্কে Swami Vivekananda bani about Life
- ধর্ম সম্পর্কে Swami Vivekananda bani about Religion
- ভয়ের স্বরূপ সম্পর্কে Swami Vivekananda bani about Fear
- স্বামী বিবেকানন্দের অন্যান্য বাণী
Swami Vivekananda Quotes in Bengali
Motivational Quote 1

1. “ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।”
2. “ইচ্ছা শক্তিই জগৎ কে পরিচালনা করে থাকে।”
কর্ম সম্পর্কে Swami Vivekananda bani about Work
3. “কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় নি।”
4. “সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।”
5. “এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।”
6. “আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।”
7. “যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি।”
8. “মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়।”
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১২০ টি বিখ্যাত উক্তি
9. “কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। “

10. “যা পারো নিজে করে যাও, কারও ওপর আশা বা ভরসা কোনোটাই কোরো না।”
11. “সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে।”
12. উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে – বাহিরে টেনে বের করে আনো, এবং হালকা হও … কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়।”
13. “মস্তিস্ককে উচ্চ মানের চিন্তা-ভাবনা দিয়ে পূর্ণ করো, দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে।”
14. “যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরী করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। ”
আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী
সমাজ সম্পর্কে Swami Vivekananda bani about Society
15. “আমাদের জাতের কোনো ভরসা নেয়, কোনো একটা স্বাধীন চিন্তা – কাহারও মাথায় আসে না , সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি।”
16. “যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় , অপরকে দাস বানিয়ে রাখার জন্য।”
চরিত্র সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণী
17. “নিজের উপর বিশ্বাস না এলে … ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।”
18. “ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি … অনেক বেশি শক্তিমান।”
19. “জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র; জগত এখন তাদের চায় – যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থ শূন্য।”
Motivational Quote 20

আরও পড়ুন: মহাত্মা গান্ধীর ১০১ টি বিখ্যাত উক্তি
21. “সেবা করো তাৎপরতার সাথে। দান করো নির্লিপ্ত ভাবে। ভালোবাসো নিঃস্বার্থভাবে। ব্যয় করো বিবেচনার সাথে। তর্ক করো যুক্তির সাথে। কথা বলো সংক্ষেপে।
22. “প্রবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কোরো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।”
23. “শুধু বড়ো লোক হয়ো না … বড় মানুষ হও।”
Motivational Quote 24
কাপুরুষরাই পাপ কাজ করে,
মিথ্যা কথা বলে।
বীর কখনও পাপ করে না।
হে বীর হৃদয় যুবকবৃন্দ –
এগিয়ে যাও।
লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে,
তাদের উদ্ধার করো।
মৃত্যু না হওয়া পর্যন্ত –
এটাই আমাদের মূলমন্ত্র।
– স্বামী বিবেকানন্দ
25. “যারা তোমাকে সাহায্য করেছে, তাদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কখনও ঘৃণা কোরো না। যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।”
নারীদের নিয়ে ১৫ টি উক্তি Swami Vivekananda bani on Women
26. “আমরা স্ত্রীলোককে নিচ, অধম, মহা হেয়, অপবিত্র বলি। তার ফল – আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র।”
27. “মেয়েদের উন্নতি করতে পারো? তবে আশা আছে। নইলে পশু জন্ম ঘুচবে না।”
28. “গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনও ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না।”
29. “এ দেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে।”
30. “ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত, সীতা তার আদর্শ।”
Also read: প্রেম ভালোবাসার ১০১ টি মেসেজ ও উক্তি
31. “জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়।”
32. “জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়।”
33. “পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে।”
34. “একথা সত্য যে, এমন সব স্ত্রী লোক আছেন, যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে – কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার এমন স্ত্রী লোকও আছে, যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়।”
35. “বাবা, সতী সতী বলে ঢের চেঁচিয়েছ, বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা পূড়িয়েছ। একটু ক্ষান্ত হও দেখি, এখন জনাকতক ‘সতা’ হও দেখি – আমি বুঝি।”
36. “নারীদের পাশ্চত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে, তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা।”
37. “আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি প্রবিত্র।”
38. “পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে, কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে।”
39. “সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক।”
40. “ভারতের জননীই আদর্শ নারী। মাতৃভাবই আদর্শ ও শেষ কথা।”
আরও পড়ুন: এ পি জে আব্দুল কালামের ৫১ টি অনুপ্রেরণামূলক বাণী
অনুপ্রেরণামূলক বাণী Swami Vivekananda Motivational Quotes in Bengali
Quote 41

41. “যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে; আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”
42. “যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না।”
43. “কখনো না বোলোনা, কখনো বোলোনা আমি করতে পারবোনা। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে , তুমি সব কিছুই করতে পারো।”
44. “একটি সময়ে একটিই কাজ কোরো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও।”
45. “মনের শক্তি সূর্যের কিরণের মত , যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।”
46. “যে মানুষ বলে – তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো – শিখতে থাকো।”
সত্য সম্পর্কে Swami Vivekananda bani about Truth
47. “জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতায় সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো – দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ।”
48. “সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।”
49. “এক দিনে বা এক বছরে সফলতার আশা কোরো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।”
50. “আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব – স্প্রিহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ, ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব।”
আরও পড়ুন: সর্বপল্লী রাধাকৃষ্ণানের জীবনী ও বাণী
শিক্ষা সম্পর্কে Swami Vivekananda bani about Education in bengali

51. “শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ।”
Education is the manifestation of perfection already in man.
– Swami Vivekananda
মানবতা সম্পর্কে Swami Vivekananda bani about Humanity
52. “মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা।”
জীবনের স্বরূপ সম্পর্কে Swami Vivekananda bani about Life
53. জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন নাম। একই টাকার এপিঠ ওপিঠ। উভয়েই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জো নেই। এক সময় বাঁচবার চেষ্টা হচ্ছে আবার পর মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা।”
54. “আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব – স্প্রিহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হয়। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হয়। তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করব।”
ধর্ম সম্পর্কে Swami Vivekananda bani about Religion
55. “যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে, তা না করে অন্য যাই করা হোক না কেন তার সবই অধার্মিক।”
56. “ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা দেবত্বের প্রকাশ।”
আরও পড়ুন: সম্পূর্ণ রামায়ণের কাহিনী
ভয়ের স্বরূপ সম্পর্কে Swami Vivekananda bani about Fear
Quote 57

আরও পড়ুন: ভগবদ গীতা কেন পড়বেন?
স্বামী বিবেকানন্দের অন্যান্য বাণী
58. “আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হবো, তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে, আমাদের নিজেদের তৈরী করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল, আমরা ভবিষতে যা হবো তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। “
59. “শেখার জন্য এটাই হল প্রথম শিক্ষা – দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাড়াও – নিজেকে দোষ দাও, তুমি বুঝতে পারবে – নিজেকে ধরে রাখার জন্য এটাই হল সঠিক পন্থা।”
60. “পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও – অসীম শক্তি, অসীম উদ্দম, অসীম সাহস এবং অসীম ধৈর্য – এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে।”
আশা করি স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী গুলো পড়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন।
Comment করে আমাদের জানাতে ভুলবেন না ৬০ টি Swami Vivekananda Quotes in Bengali এর মধ্যে কোনটি আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে।
আপনি এই লেখাগুলো পড়তে পারেন:
Swami Vivekananda Quotes in Bengali লেখাটি আপনার ভালো লাগলে বিভিন্ন Social media তে সবার সাথে শেয়ার করুন।
আপনার একটি শেয়ার ভবিষ্যতে আমাদের এই ধরণের লেখা লিখতে আরও বেশি করে উৎসাহিত করবে।
Pranam Thakur Pranam Ma Pranam Swamiji……
অমূল্য বানী , যার শেষ নাই ।
একদম ঠিক বলেছেন Anup ।
আমরা স্বামী বিবেকানন্দের অন্যান্য বিখ্যাত এবং অনুপ্রেরণামূলক উক্তিগুলো অবশ্যই এই লেখার সাথে যোগ করার চেষ্টা করব
স্বামী বিবেকানন্দের কোনো অমূল্য বাণী আপনার মনে পড়লে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনার কমেন্ট এই লেখাতে যোগ করা হবে।
ধন্যবাদ।