Home » উৎসব » Muharram মহরম ও আশুরা সম্পর্কে ১০ টি তথ্য জেনে নিন

Muharram মহরম ও আশুরা সম্পর্কে ১০ টি তথ্য জেনে নিন

  Muharram মহরম হল ইসলাম ক্যালেন্ডারের প্রথম মাস যার অর্থ পবিত্র। ইসলাম ধর্ম অনুযায়ী চারটি মাসে যুদ্ধ করা নিষিদ্ধ। তাদের মধ্যে মহরম একটি। মহরমের দশম দিনকে বলা হয় আশুরা (Asura) । শিয়া মুসলিমরা আশুরা উৎসব খুব আনুষ্ঠানিক ভাবে পালন করে। এইদিন তারা মাতম ও শোকানুষ্ঠান করে।

মহরম (Muharram) ও আশুরা

আশুরা ও মহরম (Muharram) সম্পর্কে 10 টি তথ্য

  1. মহরম শব্দের অর্থ নিষিদ্ধ।
  2. আশুরা হল দুঃখের দিন।
  3. এইদিন নবী মুহাম্মদের দৌহিত্র হুসাইন ইবনে আলী মারা যান।
  4. এইসব শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বেশি করে পালন করা হয় – পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন বাহারেন।
  5. এই দিন পৃথিবীর প্রথম মানুষ আদম কে ঈশ্বর বানিয়েছিলেন।
  6. শিয়া মুসলিম সম্প্রদায় মহরম এর দশম দিনে আল্লাহর কাছে হুসাইন ইবনে আলী ও তার পরিবারের জন্য প্রার্থনা করেন এবং তারা বিভিন্ন আনন্দ অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে রাখেন।
  7. আরবিতে আশুরার এর অর্থ হল দশম, যা মহরমের দশম দিনে পালন করা হয়।
  8. কারবালার যুদ্ধে শত্রুদের হাতে হুসাইন, তাঁর পরিবারের মানুষ ও তাঁর ৭২ জন অনুগামী মারা যায়।
  9. হুসাইন ও তাঁর অনুগামীরা যুদ্ধের সপ্তম দিন থেকে জলের জন্য কাতরাতে থাকে এবং দশম দিন শিমার ইবনে জিলজুশান মরাদি হুসাইনের গলায় ছুরি চালিয়ে তাঁকে হত্যা করে।
  10. বলা হয়, ভবিষ্যতে কোন এক সময় মহররমের দশ দিনেই কেয়ামত আসবে এবং সবকিছু শেষ হয়ে যাবে।

Also Read: একাকিত্ব নিয়ে ১৪০ টি উক্তি

মহরমের দশম দিনে আশুরা কিভাবে উদযাপন করা হয়

  • ইহুদীরা এই দিন রোজা রাখে।
  • শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিমরা মহরমের দশম দিন মাতম এবং দুঃখ প্রকাশের মাধ্যমে উদযাপন করে।
  • সুন্নি সম্প্রদায়ভুক্ত মুসলিমরা নফল রোজা রাখে।

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১২০ টি বিখ্যাত উক্তি

ইসলাম ক্যালেন্ডারের ১২ টি মাস

১) মহরম (Muharram)
  • অর্থ – নিষিদ্ধ
  • এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।
  • মহরমের দশম দিনে আশুরা উদযাপিত হয়।
  • ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের মধ্যে মহরম একটি।
 
২) সফর
  • অর্থ – শূন্য ( Null / Void)
 
৩) রবিউল আউয়াল
  • অর্থ – প্রথম বসন্ত
  • এই মাসে হযরত মুহাম্মদ এর জন্ম হয়।
 
৪) রবিউল সানি
  • অর্থ – দ্বিতীয় বসন্ত।
 
৫) জামালদিউল আউয়াল
  • অর্থ – প্রথম শুকনো জমি।
 
৬) জামালদিউল সানি
  • অর্থ – দ্বিতীয় শুকনো জমি।
 
৭) রজব
  • অর্থ – শ্রদ্ধা, সম্মান।
  • এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।
 
৮) শাবান
  • অর্থ – বিক্ষিপ্ত।
  • শাবান শব্দের অপর অর্থ দুইয়ের মাঝামাঝি।
 
৯) রমজান
  • অর্থ – দহন বা পোড়ানো।
  • রমজান মাস ইসলাম ধর্মের সব থেকে পবিত্র মাস।
  • এই মাসে রোজা রাখা হয়।
  • রোজা রাখার মাধ্যমে মুসলমানরা তাদের ইচ্ছা লালসা র দহন করে।
  • এই মাসে মুসলমানরা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে বাধ্য।
 
১০) শাওয়াল
  • অর্থ – উত্থিত বা তোলা বা উঠানো।
  • এই মাসে স্ত্রী উট তার বাচ্চার জন্ম দেয় এবং লেজ উপরে উঠায়।
 
১১) জ্বিলকদ
  • এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।
  • কিন্তু আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যেতে পারে।
  • ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি।
 
১২) জ্জ্বিলহজ্জ
  • এই মাসে ইসলাম ধর্মাবলম্বীরা হজ্জ করার জন্য মক্কা উদ্দেশ্যে যাত্রা করেন।
  • জ্জ্বিলহজ্জ মাসের অষ্টম নবম ও দশম দিনে হজ্জ হয়।
  • এই মাসে যুদ্ধ নিষিদ্ধ
  • ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি।
আরও পড়ুন:
 

Key Points :

ইসলাম ধর্মের চারটি পবিত্র মাস হল –
  1. রজব
  2. জ্বিলকদ
  3. জ্বিলহজ্জ
  4. মহরম
এই চার মাসে যুদ্ধ নিষিদ্ধ।
 
Also Read:
 

মহরমের কবে?

ইসলাম ধর্মে নতুন চাঁদ দেখার মাধ্যমে মাস শুরু হয়। ইসলাম ক্যালেন্ডারে ১ বছর অন্যান্য ক্যালেন্ডার থেকে ১০ – ১২ দিন ছোট। যার জন্য প্রতিবছর মহরম ১০ দিন এগিয়ে যায়।
 
বর্তমান বছর অর্থাৎ ২০১৯ সালে মহরমের সময়কাল ৩১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর এবং এই বছর ১০ ই সেপ্টেম্বর আশুরা / মহরম উদযাপিত হবে।
 
কিন্তু প্রতিবছর ইসলাম ক্যালেন্ডার ১০ – ১২ দিন এগিয়ে যাওয়ার জন্য ২০২০ সালে মহরমের সময়কাল হল – ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর।
 
 
আশা করি মহরম ও আশুরা সম্পর্কে লেখাটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে Share করুন।
 
আমাদের লেখা সম্পর্কে আপনার কোনো সুচিন্তিত মতামত ও পরামর্শ  থাকলে তা Comment বক্সে জানাতে পারেন।
 

আরও পড়ুন:

1 thought on “Muharram মহরম ও আশুরা সম্পর্কে ১০ টি তথ্য জেনে নিন”

Leave a Comment