Muharram মহরম হল ইসলাম ক্যালেন্ডারের প্রথম মাস যার অর্থ পবিত্র। ইসলাম ধর্ম অনুযায়ী চারটি মাসে যুদ্ধ করা নিষিদ্ধ। তাদের মধ্যে মহরম একটি। মহরমের দশম দিনকে বলা হয় আশুরা (Asura) । শিয়া মুসলিমরা আশুরা উৎসব খুব আনুষ্ঠানিক ভাবে পালন করে। এইদিন তারা মাতম ও শোকানুষ্ঠান করে।
মহরম (Muharram) ও আশুরা
আশুরা ও মহরম (Muharram) সম্পর্কে 10 টি তথ্য
- মহরম শব্দের অর্থ নিষিদ্ধ।
- আশুরা হল দুঃখের দিন।
- এইদিন নবী মুহাম্মদের দৌহিত্র হুসাইন ইবনে আলী মারা যান।
- এইসব শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বেশি করে পালন করা হয় – পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন বাহারেন।
- এই দিন পৃথিবীর প্রথম মানুষ আদম কে ঈশ্বর বানিয়েছিলেন।
- শিয়া মুসলিম সম্প্রদায় মহরম এর দশম দিনে আল্লাহর কাছে হুসাইন ইবনে আলী ও তার পরিবারের জন্য প্রার্থনা করেন এবং তারা বিভিন্ন আনন্দ অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে রাখেন।
- আরবিতে আশুরার এর অর্থ হল দশম, যা মহরমের দশম দিনে পালন করা হয়।
- কারবালার যুদ্ধে শত্রুদের হাতে হুসাইন, তাঁর পরিবারের মানুষ ও তাঁর ৭২ জন অনুগামী মারা যায়।
- হুসাইন ও তাঁর অনুগামীরা যুদ্ধের সপ্তম দিন থেকে জলের জন্য কাতরাতে থাকে এবং দশম দিন শিমার ইবনে জিলজুশান মরাদি হুসাইনের গলায় ছুরি চালিয়ে তাঁকে হত্যা করে।
- বলা হয়, ভবিষ্যতে কোন এক সময় মহররমের দশ দিনেই কেয়ামত আসবে এবং সবকিছু শেষ হয়ে যাবে।
Also Read: একাকিত্ব নিয়ে ১৪০ টি উক্তি
মহরমের দশম দিনে আশুরা কিভাবে উদযাপন করা হয়
- ইহুদীরা এই দিন রোজা রাখে।
- শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিমরা মহরমের দশম দিন মাতম এবং দুঃখ প্রকাশের মাধ্যমে উদযাপন করে।
- সুন্নি সম্প্রদায়ভুক্ত মুসলিমরা নফল রোজা রাখে।
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১২০ টি বিখ্যাত উক্তি
ইসলাম ক্যালেন্ডারের ১২ টি মাস
১) মহরম (Muharram)
- অর্থ – নিষিদ্ধ
- এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।
- মহরমের দশম দিনে আশুরা উদযাপিত হয়।
- ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের মধ্যে মহরম একটি।
২) সফর
- অর্থ – শূন্য ( Null / Void)
৩) রবিউল আউয়াল
- অর্থ – দ্বিতীয় বসন্ত।
৫) জামালদিউল আউয়াল
- অর্থ – প্রথম শুকনো জমি।
৬) জামালদিউল সানি
- অর্থ – দ্বিতীয় শুকনো জমি।
৭) রজব
- অর্থ – শ্রদ্ধা, সম্মান।
- এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।
৮) শাবান
- অর্থ – বিক্ষিপ্ত।
- শাবান শব্দের অপর অর্থ দুইয়ের মাঝামাঝি।
৯) রমজান
- অর্থ – দহন বা পোড়ানো।
- রমজান মাস ইসলাম ধর্মের সব থেকে পবিত্র মাস।
- এই মাসে রোজা রাখা হয়।
- রোজা রাখার মাধ্যমে মুসলমানরা তাদের ইচ্ছা লালসা র দহন করে।
- এই মাসে মুসলমানরা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে বাধ্য।
১০) শাওয়াল
- অর্থ – উত্থিত বা তোলা বা উঠানো।
- এই মাসে স্ত্রী উট তার বাচ্চার জন্ম দেয় এবং লেজ উপরে উঠায়।
১১) জ্বিলকদ
- এই মাসে যুদ্ধ নিষিদ্ধ।
- কিন্তু আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যেতে পারে।
- ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি।
১২) জ্জ্বিলহজ্জ
- এই মাসে ইসলাম ধর্মাবলম্বীরা হজ্জ করার জন্য মক্কা উদ্দেশ্যে যাত্রা করেন।
- জ্জ্বিলহজ্জ মাসের অষ্টম নবম ও দশম দিনে হজ্জ হয়।
- এই মাসে যুদ্ধ নিষিদ্ধ
- ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি।
আরও পড়ুন:
Key Points :
ইসলাম ধর্মের চারটি পবিত্র মাস হল –
- রজব
- জ্বিলকদ
- জ্বিলহজ্জ
- মহরম
এই চার মাসে যুদ্ধ নিষিদ্ধ।
Also Read:
মহরমের কবে?
ইসলাম ধর্মে নতুন চাঁদ দেখার মাধ্যমে মাস শুরু হয়। ইসলাম ক্যালেন্ডারে ১ বছর অন্যান্য ক্যালেন্ডার থেকে ১০ – ১২ দিন ছোট। যার জন্য প্রতিবছর মহরম ১০ দিন এগিয়ে যায়।
বর্তমান বছর অর্থাৎ ২০১৯ সালে মহরমের সময়কাল ৩১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর এবং এই বছর ১০ ই সেপ্টেম্বর আশুরা / মহরম উদযাপিত হবে।
কিন্তু প্রতিবছর ইসলাম ক্যালেন্ডার ১০ – ১২ দিন এগিয়ে যাওয়ার জন্য ২০২০ সালে মহরমের সময়কাল হল – ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর।
–
আশা করি মহরম ও আশুরা সম্পর্কে লেখাটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে Share করুন।
আমাদের লেখা সম্পর্কে আপনার কোনো সুচিন্তিত মতামত ও পরামর্শ থাকলে তা Comment বক্সে জানাতে পারেন।
আরও পড়ুন:
আপনার ব্লগ টি পড়ে অনেক তথ্য পেলাম।