Book Review and Summary Rich Dad Poor Dad Bengali
আমি আজ আপনাদের এমন কিছু কারন বলব যার জন্য কিছু মানুষ সারা জীবন মধ্যবিত্ত বা গরিব থেকে যায়। কিন্তু কিছু মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়।
আমরা শিক্ষা, চাকরি এবং টাকা পয়সা অর্জন করার জন্য ১৫ থেকে ২০ বছর পড়াশোনা করি।
কিন্তু সব থেকে বড় ভাবনার বিষয় হল এই সময়ই আমরা কখনও কিভাবে ধনী হওয়া যায় তা নিয়ে ভাবি না।
ধনী হওয়ার শিক্ষা না দেওয়া হয় স্কুল-কলেজে, না দেওয়া হয় আমাদের পরিবার থেকে – বিশেষ করে গরীব এবং মধ্যবিত্ত পরিবারে।
এজন্য আমি আজ আপনাদের সাথে এই বিষয়ে Robert T. Kiyosaki র লেখা বিখ্যাত বই Rich Dad Poor Dad থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব।
রবার্ট যখন ৯ বছরের ছিল তখন তার স্কুলের বন্ধুরা Picnic করেছিল। কিন্তু রবার্টের বন্ধুরা রবার্ট কে আমন্ত্রণ করেনি। কারণ সে ছিল গরিব।
এই ঘটনা রবার্টকে এতটাই দুঃখ দেয় যে রবার্ট ভেবে নেয় তাকে ধনী হতেই হবে।
রবার্টের দুজন বাবা ছিলেন।
একজন রবার্টের নিজের বাবা। যাকে রবার্ট Poor Dad অর্থাৎ গরিব বাবা বলেন।
অন্যজন ছিলেন রবার্টের বন্ধুর বাবা যাকে রবার্ট নিজের আদর্শ মনে করতেন এবং Rich Dad অর্থাৎ ধনী বাবা বলেন।
রবার্টের গরীব বাবা একজন শিক্ষক ছিলেন যিনি ৪ বছরের Graduation ২ বছরের ও কম সময়ে শেষ করেন এবং যার কাছে ছিল P.Hd র মতো Degree ।
আর তার ধনী বাবা পড়াশোনা করেছিল মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তিনি ছিলেন একজন ব্যবসায়ী।
রবাটের এই বাবার চিন্তাধারা একদম ভিন্ন ছিল।
তার গরীব বাবা তাকে বলতেন যে রবার্ট ভালোভাবে পড়াশোনা করো যেন তুমি কোন ভাল চাকুরী পাও।
অন্যদিকে ধনী বাবা বলতেন যে রবার্ট ভালোভাবে পড়াশোনা করো যেন তুমি একদিন নিজের কোন কোম্পানি খুলে অন্যদের চাকরি দিতে পারো।
তার গরীব বাবা বলতেন যে টাকাপয়সা সমস্ত খারাপ জিনিস এর মূল কারণ।
অন্যদিকে ধনী বাবা বলতেন যে টাকাপয়সা না থাকা সমস্ত খারাপ জিনিস এর মূল কারণ।
তার গরীব বাবা বলতেন এমন কোনো দামি জিনিস কেনার বিষয়ে আমাদের ভাবা উচিত নয় যা আমরা কিনতে পারব না। কারণ আমরা গরীব।
অন্যদিকে তার ধনী বাবা বলতেন যে যদি তুমি কোনো দামি জিনিস কিনতে চাও তবে তোমাকে ভাবতে হবে কিভাবে তুমি এত বেশি রোজগার করতে পারবে যার ফলে তুমি তা কিনতে পারবে।
রবার্ট তার এই দুই বাবার কথা মন দিয়ে শোনে ও বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় কোন বাবার কথা তার শোনা উচিত।
আপনার কি মনে হয় রবার্ট কোন বাবার কথা শুনেছিল ??
আপনি একদম ঠিক ধরেছেন। রবার্ট তার ধনী বাবার কথা শুনে ছিল এবং তাকেই নিজের আদর্শ হিসাবে বেছে নিয়েছিল।
Also Read:
রবার্টের ধনী বাবা রবার্টকে কি শিখিয়েছিলেন ?
রবার্টের ধনী বাবা রবার্টকেকে যে কথাগুলো শিখিয়েছিলেন তার মধ্যে কয়েকটি এই রকম –
১] গরিব মানুষ টাকার জন্য কাজ করে, ধনীরা টাকা কে দিয়ে কাজ করান।
Poor people work for money, Rich make money work for them.
Robert T Kiyosaki
আমাদের মধ্যে অনেকেই শুধু চাকরি করতে চাই। কারন আমরা মনে করি পড়াশোনা করার পর কোন সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে গেলে আমাদের জীবন নিরাপদ হবে।
এই একই শিক্ষা আমরা আমাদের পরিবার এবং সমাজের কাছ থেকে পায়।
কিন্তু চাকরি করতে করতে একসময় আমরা টাকা-পয়সার ক্রীতদাসে পরিণত হয় এবং আমরা টাকার জন্য কাজ করতে শুরু করি।
টাকা পয়সা না পাওয়ার ভয় আমাদের চাকরি ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ ই দেয় না।
তারা ভাবে বেতন বাড়ার সাথে সাথে তারা ধনী হবে।
কিন্তু বাস্তবে তা হয় না। বেতন বাড়লেও তারা পূর্বের মত গরীব ই থেকে যায়।
এর কারণ হচ্ছে বেতন বাড়ার সাথে সাথে তারা তাদের খরচ ও বাড়িয়ে দেয়। যেমন – দামী জুতো, জামা-কাপড়, গহনা, Mobile, TV, Bike, Car, আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি।
এভাবেই তারা তাদের সারাজীবন কাটিয়ে দেয়।
অপরপক্ষে ধনী মানুষ টাকার জন্য কাজ করে না। টাকা কে দিয়ে নিজের জন্য কাজ করান।
ধনী মানুষ কাজ করে কোন নতুন দক্ষতা বা Skill শেখার জন্য যার দ্বারা ভবিষ্যতে টাকা কে নিজের জন্য কাজ করাতে পারেন।
ভাবুন একবার যদি আমরা টাকা কে দিয়ে কাজ করানো শিখে যায় তাহলে আমরা যখন ঘুমোবো, ঘুরে বেড়াবো যায় করি টাকা আমাদের ক্রীতদাস হয়ে দিনরাত আমাদের জন্য কাজ করবে এবং আমাদেরকে ধনী ব্যক্তিতে পরিণত করবে।
কেবলমাত্র টাকা রোজগার করার ভয় থেকে মুক্ত হয়েই আমরা টাকার আসল লাভ উঠাতে পারব।
আপনি স্বল্প মূলধন দিয়ে কোন লাভজনক ব্যবসা শুরু করতে পারেন যার ফলে আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করে দেবে।
আপনার চারিদিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যারাই ধনী তারা কেউ চাকরি করে ধনী হয়নি।
যারা ধনী হয়েছে তারা ব্যবসা করে হয়েছে অথবা চাকরি থেকে আসা টাকা অন্য কোন জায়গায় কাজে লাগিয়ে বা ব্যবসা করে ধনী হয়েছে।
আমি কিন্তু একবারও বলিনি যে যারা চাকরি করে জীবন ধারণ করে তারা সুখী নয় বা আমি একবার ও আপনাদের চাকরি করতে নিষেধ করিনি।
এই কথাগুলো আমি শুধু তাদেরকে বলছি যারা নিজেকে কোনো চাকরি বা গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে না চেয়ে বড় কিছু করতে চাই।
আমি শুধু বলতে চেয়েছি ধনী হতে গেলে টাকার জন্য কাজ করলে হবে না, টাকা কে দিয়ে কাজ করাতে হবে।
আরও পড়ুন:
২] সম্পত্তি এবং দায়-দায়িত্বের মধ্যে পার্থক্য
Robert T Kiyosaki র ভাষায় “Differentiate between Assets and Liabilities“.
সর্বপ্রথম জেনে নিই সম্পত্তি এবং দায় দায়িত্ব কি?
সম্পত্তি আমাদের জন্য টাকা তৈরি করে। যেমন কোন ব্যবসায় অংশীদারি, কোন কোম্পানির শেয়ার বা এমন কোনো Real Estate Property যা থেকে আমরা বাড়িভাড়া পায় ইত্যাদি।
অন্যদিকে দায়-দায়িত্ব সম্পত্তির একদম বিপরীত যা আমাদের পকেট থেকে টাকা পয়সা বার করে নেয়। যেমন – দামি ফোন, দামি গাড়ি, বড় বাড়ি – যেগুলো প্রথমে কেনার সময়েও খরচ হয় এবং পরে সেগুলো maintain করতেও খরচ হয়।
আর আপনি যদি সেগুলো কিস্তিতে নেন তবে আপনার দায়-দায়িত্ব দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে মাসে মাসে কিস্তির দায় এবং সেগুলোর maintenance খরচ।
মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই ভুলটাই করে। তারা দায়-দায়িত্ব কেনে সম্পত্তি ভেবে।
অপরপক্ষে ধনী ব্যক্তি সম্পত্তি তৈরি করে এবং যতটা সম্ভব দায় দায়িত্ব এড়িয়ে চলে।
আরও পড়ুন:
৩] গরিব, মধ্যবিত্ত ও ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য
উপরোক্ত তিন শ্রেণীর মানুষ টাকা-পয়সার লেনদেন এইভাবে করে:
a) গরিব মানুষের কাছে চাকরি থেকে টাকা-পয়সা আসে যা তারা দৈনিক জীবনযাপনের অপরিহার্য দ্রব্য কিনতে খরচ করে।
b) মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে ও চাকরি থেকে টাকা-পয়সা আসে যা তারা জীবন ধারণের অপরিহার্য দ্রব্য কিনতে এবং বেঁচে থাকা টাকার দ্বারা দায়-দায়িত্ব মেটাতে খরচ করে।
c) অন্যদিকে ধনী ব্যক্তির কাছে সম্পত্তি এবং চাকরি থেকে টাকা পয়সা আসে যার মাধ্যমে তারা অপরিহার্য প্রয়োজনীয়তা মেটানোর পর বেঁচে থাকা টাকার সাহায্যে সম্পত্তি তৈরি করে যা ভবিষ্যতে তাদের আরও অধিক সম্পত্তি তৈরি করতে সাহায্য করে।
এইভাবে ধনী ব্যক্তি আরো ধনী হয় এবং গরীব আরো গরীব হয়।
সুতরাং ধনী হওয়ার জন্য আমাদের ও উচিত সম্পত্তি তৈরি করতে মন দেওয়া এবং দায় দায়িত্ব থেকে দূরে থাকা।
আরও পড়ুন:
৪] বিকল্প আয়ের পথ (Passive Income Stream) তৈরী করুন
Robert T Kiyosaki র ভাষায় “Built Passive Income Stream”.
ধনী ব্যক্তি বিকল্প আয়ের পথ তৈরি করে অর্থাৎ এমন ব্যবস্থা যাতে তারা সক্রিয় থাকুক আর না থাকুক তবু টাকা আয় হবে।
দুই রকম ভাবে টাকা আয় করা যায় –
a) সক্রিয় আয় (Active Income) – যখন আপনি সব সময় টাকার জন্য কাজ করেন। যেমন কোনো চাকরি।
b) বিকল্প আয় (Passive Income) – আপনি সক্রিয় না থাকলেও টাকা আপনার জন্য কাজ করবে।
এই দুটি বিষয় ভালভাবে বোঝার জন্য নিচের গল্পটি মন দিয়ে পড়ুন।
একটি গ্রাম ছিল যেখানে জল ছিলনা। কিন্তু কিছুটা দূরে একটি নদী ছিল।
দুজন ব্যক্তি ভাবলেন নদী থেকে জল নিয়ে এসে গ্রামের বিক্রি করবে।
কিছুদিন তাদের এই ব্যবসা চলতে থাকল।
তাদের মধ্যে একজন এই ভাবেই কাজ চালাতে থাকল।
অন্যজন কিছু সময়ের জন্য তার কাজ বন্ধ করে জমানো টাকা দিয়ে নদী থেকে তার বাড়ি পর্যন্ত পাইপ লাইন তৈরি করে এবং তারপর সেই দ্বিতীয় ব্যক্তিটি বাড়ি থেকেই জল বিক্রি করা শুরু করে।
কিছুদিন পর দুজন ব্যক্তি অসুস্থ হয়ে যায়।
এর ফলে প্রথম ব্যক্তির কাজ বন্ধ হয়ে যায়।
কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি কিছু টাকার বিনিময়ে একজন কাজের লোক রাখেন যে তার জন্য জল বিক্রি করা শুরু করে। এভাবে তার ব্যবসা চলতে থাকে এবং সে টাকা আয় করতে থাকে।
এর কারণ হলো দ্বিতীয় ব্যক্তি বিকল্প আয়ের পথ তৈরি করে রেখেছিল। যার ফলে তার অনুপস্থিতি ব্যবসার কোন ক্ষতি করতে পারেনি।
আরও পড়ুন:
Robert T Kiyosaki র লেখা Rich Dad Poor Dad বই এ এরকম আরো অনেক কথা বলা আছে যা আপনাদের ধনী ব্যক্তি হতে সাহায্য করবে।
ব্যক্তিগতভাবে আমি আপনাদের বলব বইটি পড়ার জন্য। আপনি এই বইটি Amazon এ পেয়ে যাবেন।
Price: ₹319.00 INR
Publisher : Manjul Publishing House
Language: Bengali
Total Pages: 212
Affiliate Disclosure: Please note that some of the links above are affiliate links and add No additional cost to you. If you purchase any product using these links we will get a small commission as compensation without costing you anything extra. You can consider this as a reward for our hard work to create awesome content and maintain this website free for you.
আপনি এই লেখা গুলো পড়তে পারেন:
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১২০ টি বিখ্যাত উক্তি
- গার্লফ্রন্ডের অভিমান ভাঙ্গানো ১০১ টি প্রেমের উক্তি পড়ুন
- স্বামী বিবেকানন্দের ৬০ টি অনুপ্রেরণামূলক বাণী
- Dr APJ Abdul Kalam এর ৫১ টি উক্তি
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী
আশা করি, Rich Dad Poor Dad Bengali Summary আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।
ধন্যবাদ।