Home » Book Review » How to Win Friends and Influence People Bangla বন্ধুদের মন জয় করুন

How to Win Friends and Influence People Bangla বন্ধুদের মন জয় করুন

How to Win Friends and Influence People Bangla: আমরা সবাই আমাদের আশেপাশের মানুষের মন জয় করতে চাই। অন্যভাবে বললে প্রতিটি মানুষ অন্য মানুষের মনে জায়গা তৈরি করতে চায় এবং তাদের কাছে সম্মান আশা করে। এজন্য আমি আজ আপনাদের Dale Carnegie র লেখা How to Win Friends and Influence People বই থেকে ১০ টি উপায় বা পদ্ধতি বলব যেগুলো মেনে চললে আপনি আপনার বন্ধুদের মন জয় করতে পারবেন।

১০ টি উপায়ে বন্ধুদের মন জয় করুন (Book summary of How to Win Friends and Influence People Bangla)

১] কখনো কারো সমালোচনা করবেন না

অনেক মানুষের অভ্যাস আছে আশেপাশের মানুষের দোষ ত্রুটি বার করে অন্যদের সামনে তার সমালোচনা করা। আপনার মধ্যে যদি এমন কোন অভ্যাস থাকে তবে তা এখনই বর্জন করুন। কারণ কখনো কোন মানুষের সমালোচনা করে তাকে বদলানো যায় না। আপনি সবার সামনে তার সমালোচনা করে তাকে বদলাতে পারবেন না।

উপরন্তু আপনি যদি সব সময় আপনার বন্ধু, প্রতিবেশী এবং আশেপাশের মানুষের ত্রুটি খুঁজে বেড়ান তবে তারা আপনাকে অপছন্দ করা শুরু করবে এবং এমন হতে পারে তারাই আবার অন্য মানুষের সামনে আপনার সমালোচনা করছে।

আপনি যদি চান আপনার আশেপাশের মানুষ আপনাকে পছন্দ করে, ভালোবাসে এবং সম্মান করে তবে আপনি তাদের ত্রুটি বার করা বন্ধ করে দিন। তাদের দোষ ত্রুটি গুলি মানিয়ে নিয়ে আরো ভালো ভাবে তাদের বোঝার চেষ্টা করুন।

আরও পড়ুন:

২] ভালো শ্রোতা হোন এবং সবার কথা মন দিয়ে শুনুন

বর্তমানে প্রতিটি মানুষ খুবই ব্যস্ত। যার ফলে আমরা না অন্যদের কথা মন দিয়ে শুনি, না তাদের বোঝার চেষ্টা করি।

কিন্তু আমাদের প্রত্যেকেরই নিজের দুঃখ শোনানোর জন্য কাউকে না কাউকে চাই যে আমার কথা মন দিয়ে শুনবে এবং বুঝবে।

ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে যে অন্যদের নিজের দুঃখ শোনাতে চাই এবং বোঝাতে চাই। এই ধরনের মানুষ খুব অশান্তিতে ভোগেন।

আপনি যদি এই ধরনের মানুষের কথা মন দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন তবে তারা আপনাকে পছন্দ করা শুরু করবে।

আমি যদি নিজে কথা কম বলে আপনার সামনের মানুষকে বেশি করে কথা বলতে দেন তবে তারা আপনাকে আরো বেশি পছন্দ করবে। কারণ প্রত্যেক মানুষই ভাবে অন্যদের থেকে তার নিজের কথা বেশি গুরুত্বপূর্ণ।

Read also:

৩] নিজের ভুল স্বীকার করুন

পৃথিবীতে কোন মানুষই নিখুঁত নয়।

মানুষ মাত্রই ভুল হয় এবং পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার ভুল ধরার জন্য সব সময় তৈরি। তারা শুধু অপেক্ষা করছে আপনি কখন ভুল করবেন।

সবথেকে ভালো হয় কোনো ভুল করার সাথে সাথে আপনি যদি তা স্বীকার করে নেন।

আপনি কোন ভুল করেছেন এবং আপনি চান অন্যরা আপনার হয়ে কথা বলুক তবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভুল স্বীকার করে নিন।

আপনি কোন ভুল করেছেন এবং কেউ আপনাকে বকাবকি করবে তবে তার বকাবকি করার আগেই নিজের ভুল স্বীকার করে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিন। এর ফলে প্রথমত সে আপনাকে বকাবকি করার সুযোগই পাবে না এবং দ্বিতীয়ত সে আপনাকে ক্ষমা করে তা শোধরানোর উপায় বলে দেবে এবং আপনাকে পছন্দ করা শুরু করবে।

৪] আশেপাশের মানুষের নাম মনে রাখুন

প্রতিটি মানুষ নিজের নাম শুনতে সব থেকে বেশি ভালোবাসে। এজন্য আপনার আশেপাশের মানুষের সাথে কথা বলার সময় তাদের নাম বেশি করে ব্যবহার করুন। এর ফলে আপনার সামনে মানুষটি আপনাকে পছন্দ করা শুরু করবে।

আপনি যদি তাদের নামের সাথে জন্মদিন মনে রাখেন তবে তা হবে সোনায় সোহাগা।

এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য How to Win Friends and Influence People বইয়ের লেখক Dale Carnegie র জীবনের একটি গল্প শুনুন :

কার্নেগী একসময় কয়েকটি খরগোশকে পোষ মানিয়ে ছিলেন। ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে। একসময় তাদের সংখ্যা খুব বেড়ে যায় যার ফলে তিনি আর তাদের খরচ বহন করতে পারছিলেন না।

তিনি তার প্রতিবেশি কয়েকটি ছেলেকে বলেন তারা যদি খরগোশের জন্য খাবার দেই তবে তিনি তার খরগোশদের নাম তাদের নামে রাখবেন।

ছেলেগুলো তার কথা শুনে খুব খুশি হয় এবং তারা খরগোশের জন্য খাবার দিতে সম্মত হয়।

এজন্য সবসময়ই পরিচিত মানুষদের নাম মনে রাখুন।

আরও পড়ুন:

৫] মন থেকে অন্যদের প্রশংসা করুন

প্রত্যেক মানুষ প্রশংসা শুনতে খুব ভালোবাসে।

আমরা সবাই চাই কেউ আমাদের প্রশংসা করুক। আপনি কোন মানুষের প্রশংসা করে তাকে দিয়ে আপনার কঠিন থেকে কঠিনতম কাজ করাতে পারবেন। এজন্য কারো প্রশংসা করলে তা মন দিয়ে করুন।

কিন্তু মনে রাখবেন কখনো কারো মিথ্যা প্রশংসা করবেন না। মিথ্যা প্রশংসা করলে আপনার সামনের মানুষটি তা ধরে ফেলবে যেটা আপনার জন্য খুবই খারাপ হবে।

এই জন্য কারো প্রশংসা করলে তা মন দিয়ে করুন। এর ফলে আপনার সামনের মানুষটির কাছে আপনি বিশ্বস্ত হয়ে উঠবেন এবং সে আপনাকে সম্মান করা শুরু করবে।

Also Read: একাকিত্ব নিয়ে ১৪০ টি উক্তি

৬] অন্যদের কথায় আগ্রহ প্রকাশ করুন

যখনই কেউ কারো সাথে কথা বলে তখন সামনে মানুষটিকে প্রভাবিত (Impress) করার জন্য নিজের বিভিন্ন গুণের কথা বলা শুরু করে এবং নিজের বিষয়ে বেশি করে কথা বলে। কারন সে ভাবে এটা করলে সামনের মানুষটি Impress হয়ে যাবে।

কিন্তু বাস্তবে তা হয় না। কারণ কেউই চাইনা তার সামনের মানুষটি তার থেকে বেশি ভালো ও বুদ্ধিমান হোক।

এজন্য সব সময় আপনার সামনে মানুষটিকে নিজের সম্পর্কে বলতে দিন এবং আপনি তাদের সে সম্পর্কেই প্রশ্ন জিজ্ঞেস করুন ও তার কথায় আগ্রহ প্রকাশ করুন।

You can make more friends in 2 months by becoming interested in other people than you can in 2 years by trying to get other people interested in you

– Dale Carnegie

আরও পড়ুন: শুভ নববর্ষের শুভেচ্ছা বাণী, ছবি, স্ট্যাটাস

৭] সব সময় হাঁসি খুশি ভাবে কথা বলুন

যেকোনো মানুষের শারীরিক হাবভাব বলে দেয় সে সামনের মানুষটি সম্পর্কে কি ভাবছে।

আপনি যদি চান আপনার সামনে মানুষটি আপনাকে দেখে ভাল অনুভব করে তবে দেখা হওয়া মাত্র একটি ছোট্ট হাঁসি দিন।

আপনি নিজেই ভাবুন কেউ যদি আপনাকে দেখে হাঁসির পরিবর্তে গোমরা মুখ করে থাকে তবে কি আপনার তাকে ভালো লাগবে।

এজন্য কারো সাথে কথা বলার সময় মুখে হাঁসি নিয়ে কথা বলুন। দেখবেন আপনার আশপাশের মানুষ আপনার সাথে সহজভাবে কথা বলছে।

আরও পড়ুন: APJ Abdul Kalam এর ৫১ টি উক্তি

৮] অযথা কারো সাথে তর্ক করবেন না

কখনো কারো সাথে অযথা তর্ক করা উচিত নয়। কারণ তর্ক করে আপনি কখনো জিততে পারবেন না। উপরন্তু আপনার সাথে সে মানুষটির সম্পর্কে এর খারাপ প্রভাব পড়বে।

অনেক সময় আমরা আমাদের বন্ধুদের সাথে ফালতু বিষয় নিয়ে তর্ক করি যার কোন প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে পড়েনা।

যেমন ধরুন Android phone ভালো না Apple এর iPhone ভালো।

এই দুটোর মধ্যে যেকোন একটি ভালো হতেই পারে। কিন্তু আপনার জীবনে তার কোনো প্রভাব পড়বে না। বরং এই নিয়ে তর্ক-বিতর্ক করলে আপনার অনেক সময় নষ্ট হবে।

দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি। এর ফলে বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে।

আপনি এরকম তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার অনেক মূল্যবান সময় বাঁচাতে পারবেন।

Read this: ১৫ টি অনুপ্রেরণামূলক গল্প

৯] কাউকে সরাসরি বললেন না যে সে ভুল

কাউকে কখনো সরাসরি ভুল বলা উচিত নয়। এই ধরনের কথা সবসময়ই মানুষের মনে গেঁথে যায় এবং সহজে ভুলতে পারেনা।

পরিবর্তে তাকে বলুন আপনি নিজে একসময় এরকম ভুল করতেন এবং কীভাবে আপনি নিজের ভুল ঠিক করেছেন সেটাও বলুন।

এর ফলে আপনার সামনের মানুষটি আপনাকে কোনদিনও খারাপ ভাবতে পারবে না এবং সে নিজের ভুল স্বীকার করে তা শোধরানোর চেষ্টা করবে ও আপনার সাথে সহজ ভাবে কথা বলবে। সেই মানুষটি আপনাকে সারা জীবন মনে রাখবে এবং আপনি তার ভালো বন্ধুতে পরিণত হবেন।

আরও পড়ুন: শ্রীমদ্ভগবদ গীতার সারাংশ

১০] সর্বদা অন্যদের নিজের থেকে বড় করে দেখান

কিছু মানুষ থাকে যারা নিজেকে অন্যদের থেকে বুদ্ধিমান, উন্নত এবং উঁচু হিসাবে দেখতে চায়। এ ধরণের মানুষগুলো কখনো নিজেকে সবার সমান ভাবতে পারে না।

এই শ্রেণীর মানুষগুলোর সাথে কথা বলার সময় তাদেরকে সব সময় নিজের থেকে বুদ্ধিমান এবং উঁচুমানের প্রতিপন্ন করুন।

এর ফলে তারা আপনার প্রতি প্রসন্ন হবে এবং আপনাদের মধ্যে ঘণিষ্ঠতা বাড়বে।

আরও পড়ুন: কিভাবে অবচেতন মনের শক্তিকে নিয়ন্ত্রণ করে ব্যবহার করবেন?


পাঠকগণ এই কথাগুলো আমি আপনাদের Dale Carnegie র লেখা বিখ্যাত বই How to Win Friends and Influence People in Bengali থেকে বললাম।

How to Win Friends and Influence People বইয়ে এরকম আরো অনেক উপায় বলা আছে যে গুলো মেনে চললে আপনি আপনার বন্ধুদের মন সহজেই জিততে পারবেন। আমার মনে হয় সবার জীবনে অন্তত একবার এই বইটি পড়া উচিত।

Amazon এ এই বইটি বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই আছে।

বাংলা ভাষায় :

Price: ₹150.00 INR
Publisher : ‎ Amrit Books
Language‏: ‎ Bengali
Total Pages: 248
View price on Amazon

ইংরেজি ভাষায় :

Price: ₹109.00 INR
Publisher : ‎ Fingerprint! Publishing
Language‏: ‎ English
Total Pages: 280

Affiliate Disclosure: Please note that some of the links above are affiliate links and add No additional cost to you. If you purchase any product using these links we will get a small commission as compensation without costing you anything extra. You can consider this as a reward for our hard work to create awesome content and maintain this website free for you.


আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের তা জানিয়ে দিন।

আশা করি How to Win Friends and Influence People Bangla summary আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন।

Leave a Comment